লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
মাঠে
জানালাটা বন্ধ করে মা একটা চেয়ারে ধীরে ধীরে বসে পড়ল। কিন্তু ছেলের আসন্ন বিপদের কথা ভেবে নিমেষে উঠে দাঁড়াল। তাড়াতাড়ি কাপড় পরে একটা শাল মাথায় আঁট করে জড়িয়ে ছুটে গেল ফিওদর মাজিনের বাড়ি। অসুখ করেছে ফিওদরের-কারখানায় যায়নি। জানালার পাশে বসে একটা বই পড়ছিল আর বাঁ হাতে ধরে দোলাচ্ছিল ডান হাতটা, তার বুড়ো আঙুলটা খাড়া বের করে। খবরটা শুনে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। লাফিয়ে উঠল একেবারে।
'তা, তাই তো...' বলল বিড়বিড় করে।
কম্পিত হাতে কপালের ঘাম মুছতে মুছতে পেলাগেয়া শুধল, 'কী করা যায় এখন!'
সুস্থ হাতটা দিয়ে কোঁকড়া চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে ফিওদর বলে, 'দাঁড়ান-অত ভয় পাবার কী আছে?'
'ভয় তো দেখছি আপনিও পেয়েছেন,' মা বলে।
চলবে..........