ভূমিকাঃ
"আমার বাংলা ব্লগ"- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৪,৫৩৯ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৭৭।
হ্যাংআউট-৮০
আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন। তারপর নিজের কিছু অনুভূতি শেয়ার করেন হ্যাংআউট নিয়ে। তারপর সবাইকে স্বাগতম জানান এবং সকলের অবস্থা জানতে চান। এরপর হ্যাংআউট নিয়ে কিছু বিষয়ে সবাইকে আইডিয়া দেন এবং সুন্দর একটা সময় কাটাতে পারবেন সবাইকে নিয়ে, এই প্রত্যাশা ব্যক্ত করেন। আশা প্রকাশ করেন সবাই তাকে হ্যাংআউট চলাকালীন সময়ে যথাযথভাবে সহযোগিতা করবেন।
এরপর আমি @hafizullah কথা বলি, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ৮০তম সাপ্তাহিক হ্যাংআউটে। শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি-নতুন বছর সবার জন্য আরো বেশি সুন্দর ও সুখকর হোক এই প্রত্যাশা করছি। পুরনো বছরের সকল মান, অভিমান, ব্যর্থতার গ্লানি ভুলে নতুন বছরে নুতনভাবে গতিশীল হোক জীবনের সকল প্রত্যাশা। নতুন বছরের নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় আসুক হৃদয়ে।
আমার বাংলা ব্লগের সাথে বিগত বছরজুড়ে যারা এ্যাকটিভ ছিলেন, সময়ে অসময়ে যাদের আমরা গাইড করার চেষ্টা করেছি, যারা আমাদের পরামর্শগুলো মেনে নিয়ে যথাযথভাবে কাজ করার চেষ্টা করেছেন এবং কাংখিত ক্ষেত্রে সফলতা পেয়েছেন, আশা করছি নতুন বছরে তারা পূর্বের ধারাবাহিকতা বজায় রাখবেন। সৃজনশীলতা সকলের মাঝেই রয়েছে, কিন্তু সেটা নির্দিষ্ট নিয়মে এবং সঠিক সময়ে সঠিকভাবে প্রকাশ করার চেষ্টা করতে হয়, না হলে সেটা কখনোই সফলতা এনে দিতে পারে না। আমরা আমাদের অবস্থান হতে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের গাইড করার জন্য এবং কাংখিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য।
যাইহোক, এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন, তাদের মাঝে কাংখিত সেই ধারাবাহিকতা আমি খুঁজে পাই নাই। তবে এই ক্ষেত্রে আমার বাংলা ব্লগের মেয়ে ইউজারদের অবস্থান খুবই ভালো। যার কারনে এই সপ্তাহে সেরা ব্লগারের জন্য যাদের নমিনেশন দেওয়া হয়েছে তারাই সবাই মেয়ে ইউজার। শুভেচ্ছা রইল আপনাদের জন্য, এই ধারাবাহিকতাটা ধরে রাখুন। যাদের অবস্থান ভালো ছিলো না তারা হলেন, @ok agim, @selinasathi1, @rituamin, @tauhida, @robiull, @bloggershanto, @munna101, @ashik333 এবং একেবারে ইনএ্যাকটিভ ছিলেন @santa14।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thax
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit