আগে একটা সময় ছিলো যখন এদেশে বার্গারের প্রসঙ্গ উঠলেই দুটো নাম সবসময় ঠোঁটের আগায় থাকতো। এক হচ্ছে "Takeout" এবং দ্বিতীয়টা হলো "Madechef"। কিন্তু বর্তমানে আর হয়তো বার্গার মানে সেই টেকআউট কিংবা ম্যাডশেফে সীমাবদ্ধ নেই। দিন দিন খুব ভালো ভালো বার্গার শপ ওপেন হচ্ছে তাদের অসাধারণ সব বার্গার নিয়ে। আজ ঠিক তেমনই এক বার্গার শপ নিয়ে লিখতে বসলাম।
Cafe Login। এক সময়ে ফুডব্যাংক অথবা ফুডব্লগার্স কাপানো এক বার্গার শপ। সময়ের স্বল্পতা + দূরত্বের কারণে সেসময়ে আর সেখানে যাওয়া হয়ে উঠেনি। কিন্তু এই কিছুদিন আগে শ্রদ্ধেয় বড়ভাই অহর্নিশ আহমেদ এর রিভিউ দেখার পর আর নিজেকে সামলাতে না পেরে ভরদুপুরে প্রায় ১ ঘন্টা বাসে ঝুলে মালিবাগ টু পান্থপথ গিয়ে হাজির হলাম সেখানে।
অর্ডার করলাম তাদের সবচেয়ে ফেমাস বার্গার "BBQ Super Cheesy Chicken Burger" খুব অল্প সময়েই বার্গার এসে হাজির। বার্গারের লুক দেখেই বুঝতে দেরি হয়নি বার্গারটি খেতে চমৎকার হবে। দিলাম একটা বাইট, প্রথম কামড় গিলে ফেলার সাথে সাথেই মনে মনে বলছি "যাক এতোদূর থেকে আসাটা স্বার্থক"। খুবি সফট বান.. ১৮০ গ্রাম চিকেন.. আই রিপিট ১৮০গ্রাম.. মানে আপনি চিকেন খেতে খেতে বিরক্ত হয়ে যাবেন কিন্তু চিকেন শেষ হবে না :v আমি বাধ্য হয়ে ভিতর থেকে চিকেন টেনে টেনে বের করে খেয়েছি 😂 এর সাথে ডাবল Cheddar Cheese এবং তাদের সিক্রেট মায়ো সস এবং বারবিকিউ সসের রোম্যান্স। উফফফফফ.. লাযাওয়াব <3
২৬০/- টাকার প্রতিটি পয়সা উসুল হবে যদি আপনি বার্গারটি খেয়ে আসেন।
Item : BBQ Super Cheesy Chicken Burger
Place : Cafe Login
Location : Sabamun Tower, 152/1/H, Green Road, Panthapath, Dhaka, Bangladesh 1205 , মধুবন সুইটস এর উপরের তলা
Price : 260/-
Taste : 9/10
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit