প্রাথমিক তথ্যঃ
আসর = ২১ তম (আয়োজক - রাশিয়া)
ফাইনাল ম্যাচ এর স্টেডিয়াম = লুঝনিকি স্টেডিয়াম,মস্কো।
মোট যত শহরে খেলা = ১১ টি
মোট স্টেডিয়াম = ১২ টি
মোট ম্যাচ = ৬৪ টি
#অংশগ্রহণসংক্রান্তঃ
অংশগ্রহন কারী দেশ = ৩২
মুসলিম দেশ = ৭ টি
নর্ডিক দেশ = ৩ টি
আরব দেশ = ৪ টি
প্রথম বার খেলেছে = ২ টি (আইসল্যান্ড ও পানামা)
#আনুষাঙ্গিকতথ্যঃ
বলের নাম = টেলস্টার ১৮ (প্রথম রাউন্ড) এবং টেলস্টার মেচতা (২য় রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত, মেচতা - এর মানে= Ambition)
টেলস্টার - শব্দ টি এসেছে = Television +Star
বিশ্বকাপের মাস্কট = জাবিভাকা (অর্থ - জংলী নেকড়ে)
থিম সং = Live it up [Nicky Jam]
#পুরস্কারসংক্রান্ত:
চ্যাম্পিয়ন = ফ্রান্স (২য় বার, সর্বশেষ ১৯৯৮)
রানার্স আপ = ক্রোয়েশিয়া
ফাইনাল ম্যাচের স্কোর = ৪-২
ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ = গ্রিজম্যান (ফ্রান্স)
উদীয়মান তরুন খেলোয়াড় (সিলভার বল) = কে. এমবাপ্পে (ফ্রান্স)
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) = লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)
সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) = হ্যারি কেইন (ইংল্যান্ড) [৬ টি]
সেরা গোলকিপার (গোল্ডেন গ্লাভস) = কর্তুয়া (বেলজিয়াম)
ফেয়ার প্লে এওয়ার্ড = স্পেন
বিশ্বকাপ জয়ী দল পাবে = ৩৮ মিলিয়ন ডলার
রানার্স আপ পাবে = ২৮ মিলিয়ন ডলার
পুরো টুর্নামেন্টের মোট পুরস্কার = ৪০০ মিলিয়ন ডলার
#গোলসংক্রান্ত :
সর্বোচ্চ গোলের ম্যাচ (৭ গোল) = ৩ টি (তিউনিসিয়া বনাম বেলজিয়াম) (ফ্রান্স বনাম আর্জেন্টিনা) (ইংল্যান্ড বনাম পানামা)
মোট গোল = ১৬৯ টি
সবচেয়ে বেশি গোল করেছে = বেলজিয়াম (১৬ টি)
লাল কার্ড = ৪ টি
প্রথম লাল কার্ড = সাঞ্চেজ মরেনো (কলম্বিয়া)
হলুদ কার্ড = ২১৯ টি (সবচেয়ে বেশি - ক্রোয়েশিয়া)
প্রথম হলুদ কার্ড = আলেকজান্ডার গলোভিন (রাশিয়া)
আত্মঘাতী গোল = ১২ টি (বিশ্বকাপ ইতিহাসে মোট ৫৩ টি)
সবচেয়ে বেশি আত্মঘাতী গোল = রাশিয়া (২টি)
পেনাল্টি শট = ২৯ টি
পেনাল্টি গোল = ২২ টি
পেনাল্টি মিস = ৭ টি
হ্যাট্রিক করেছেন = ২ জন [ক্রিশ্চিয়ানো রোনালদো(১ম) , হ্যারি কেইন(২য়)]
১ম গোল = ইউরি গাজিনস্কি (রাশিয়া)
বিশ্বকাপের সর্বশেষ গোল করেছেন = মাঞ্জুইচ (ক্রোয়েশিয়া)
২য় রাউন্ডে খেলা একমাত্র এশিয়ান দল = জাপান
#ভিন্নধর্মীতথ্যঃ
প্রথম বার সংযোজন = VAR (video assistant referee)
পুরস্কার প্রত্যাখানকারি = মোহাম্মদ আল শিনাওয়ি (মিশর)
#চ্যাম্পিয়নশিপসংক্রান্তঃ
একবারের বেশি বিশ্বকাপ জয়ী দল = ৬ টি (ফ্রান্স,ব্রাজিল,জার্মানি,উরুগুয়ে,আর্জেন্টিনা,ইতালি)
সর্বোচ্চ জয়ী = ব্রাজিল (৫ বার)
এখন পর্যন্ত সব বিশ্বকাপ খেলেছে = ব্রাজিল (২১ বার)
এ পর্যন্ত মোট চ্যাম্পিয়ন দেশ = ৮ টি (ফ্রান্স,ব্রাজিল,জার্মানি,উরুগুয়ে,আর্জেন্টিনা,ইতালি,ইংল্যান্ড,স্পেন)
#পরবর্তীবিশ্বকাপসংক্রান্ত
২০২২ বিশ্বকাপ = কাতার (৩২ দেশ অংশ নেবে)
২০২৬ বিশ্বকাপ = মেক্সিকো,যুক্তরাষ্ট্র,কানাডা (৪৮ দেশ অংশ নেবে এবং এর অপর নাম UNITED 2026)
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order: Trending