food review

in busy •  7 years ago  (edited)

received_543061699411849.jpeg

Positive review✌✌
মেন্যু: হায়দ্রাবাদী বিরিয়ানি (১:১) [২২০/-]
আসলে নিচুশহরের বিরিয়ানি খেয়ে আসার পর মুখে একটা অরুচি লেগে গিয়েছিল😒
কিন্তু আজকে তৃপ্তির সহিত রুচি ফিরে এল✌
বাসমতী চাল হলেই বিরিয়ানি হয় নাহ্, রান্না করাও জানতে হয়😡
বিরিয়ানিতে রাইসটা বাসমমতী না হলেও যথেষ্ট ভালভাবে কুকড ছিল আর পরিমাণেও অনেক ছিল, ৩ পিস খাসির মাংস ছিল যেটা দামের তুলনায় অনেক😱 মসলার মিশ্রণটাও পারফেক্ট।। অনেকগুলা কাজুবাদাম ছিল😍😍 খাবারের ডেকোরেশনটা যদিও সুন্দর ছিল না তবে খাবারটা দারুণ ছিল।। আসলে চকচক করলেই সোনা হয় নাহ্😒😒
সাথে আমের আচার ও ফ্রি ছিল😍
তবে খাবার দিতে একটু লেট করে😖
রেটিং-
খাবার: ৮.৫/১০
ডেকোরেশন:৯/১০ ( একটা স্নিগ্ধতা ছিল)
সার্ভিস: ৯.৫/১০ ( এক কথায় অমায়িক, যখনই আচার চেয়েছি এনে দিয়েছে, খাবারের পর ফিডব্যাক নিতে এসেছিল)
বি.দ্র: আলু কয়টা ছিল জানতে চাহিয়া লজ্জা নিবেন নাহ্😂😂 কারণ হায়দ্রাবাদী বিরিয়ানিতে আলু আর ডিম ঐচ্ছিক😁😁

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি বাংলাদেশিনাকি এত সুন্দর বাংলা কথা

হুম।আপনার ফেসবুক আইডি দিলে আমরা পরিচিত হতে পারবো

tumar id ta daw

Hello! I find your post valuable for the art community! Thanks for the great post! ARTzone is now following you! ALWAYs follow @artzone and the artzone tag, and support our artists!