অনেক জায়গায় বিদেশি মা পুকুরে চাষ করা হয়ে থাকে। এই মাছগুলো শুধুমাত্র একুরিয়ামে বা পার্কের শোভা বর্ধন করার জন্য চাষ করা হয়। অনেক বড় বড় হোটেলে এই ধরনের মাছ দেখতে পাওয়া যায়। আমি একটি হোটেলে মাছ দেখেছিলাম। এখানে তারা হোটেলে একটি একুরিয়ামে অনেকগুলো মাছ রেখেছিল। অনেক এলাকায় একুরিয়ামে মাছ রাখার জন্য তারা পুকুরে মাছ চাষ করে থাকেন। রঙ্গিন মাছের অনেক দাম বাজারের মূল্য অনেক। এক একটি রঙিন মাসের জোড়া 200 থেকে 300 টাকা হয়ে থাকে। সৌখিন মানুষেরা একুরিয়ামে মাছ পালন করে। একুরিয়ামে যে সকল মাছ চাষ করা হয় সেগুলো বেশি দিন বাঁচে না। একুরিয়ামে রং বেরংএর মাছ চাষ করা হয়।
আমি একটি ভিডিওতে দেখেছিলাম একজন লোক তার পুকুরে বিদেশে মাছ চাষ করতে ছিলো। আমি একুরিয়ামে লালন পালন করা মাছ তার পুকুরে চাষ করেছিলেন। তিনি মাছ চাষ করে বর্তমানে কোটিপতি হয়ে গিয়েছেন। সকল মাছ চাষ করা বিপদজনক আবার অনেক সময় এই সকল মাছ চাষ করলে অনেক মুনাফা অর্জন করা যায়। প্রেমিকার জাতীয় রংবেরঙের মাছ চাষ করেছিলেন বলে তিনি আজকে কোটিপতি হয়ে গেছেন। মাছ চাষের সকল নিয়মকানুন ভালো করে জানেন। চাষ করার জন্য সকল নিয়ম কানুন ভালো করে জানা উচিত। নাহলে ব্যবসায় লস খাওয়া সম্ভব না অধিকাংশ সে বেড়ে যায়। কাজ করতে হলে আগে বাড়ির লোকদের সাথে পরামর্শ করতে হয়। সবার সাথে পরামর্শ করে তারপর এগিয়ে যেতে হয়। কার সাথে পরামর্শ করে কাজ করলে কখনো লচ খেতে হয় না। বিদেশি মাছ পালন বর্তমানে অনেক লাভজনক একটি ব্যবসা। আমার পুকুর থাকলে আমিও এই ব্যবসা করতাম।