#crypto-currency #bangladesh

in crypto-currency •  2 years ago 

★ Crypto Whale (তিমি) কারা?

  • Whale দেরকে বড় পরিমাণে ক্রিপ্টোকারেন্সির ধারক হিসাবে সংজ্ঞায়িত করা হয়। মূলত তাদের ভূমিকা ক্রিপ্টো বাজারে কেন্দ্রীয়। বলা চলে তিমির গতিবিধিতে ক্রিপ্টোকারেন্সীর বড় দামের ওঠানামা হতে পারে। যদি তিমিরা প্রচুর পরিমাণে BTC বিক্রি করা শুরু করে, তবে তখন দাম কমতে বাধ্য। বিপরীতভাবে, তারা যখন কিনবে, চাহিদা বাড়বে এবং সেই কারণে BTC মূল্য বৃদ্ধি পাবে।

WHALE রা মূল্য প্রবণতা সূচক হিসাবেরও নিয়ামক। তারা চায়লে বেশি করে ক্রিপ্টো কিনতে পারে। এছাড়াও তারা বেশিরভাগ সময় গোপনে বা প্রকাশ্যে ইঙ্গিত দিয়ে একত্রে বিটকয়েন মূল্য বৃদ্ধিতে অবদান রাখে।

অনেক বিশ্লেষকের ধারনা- ক্রিপ্টো দুনিয়া এখন Whale রা নিয়ন্ত্রণ করে। এমনকি এই তিমিরাই আগামীতে বিটকয়েনকে HODL করে সবসময় মূল্য জিইয়ে রাখবে।

অর্থনীতি এবং প্রযুক্তবিদদের মতে, অদূর ভবিষ্যতে পৃথিবীজুড়ে সবাই ক্রিপ্টো মুদ্রা ব্যবহার করবে। আপনারা জানেন বিটকয়েনের সংখ্যা সীমিত মাত্র ২১ মিলিয়ন। তাই একটি বিটকয়েনের দাম ১ লক্ষ ডলারের বেশি হলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ, পৃথিবীর সব সম্পদ ওই সীমিত বিটকয়েন দিয়ে কিনতে হবে, তাই একেকটির দাম হবে গগনচুম্বী..

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...