National per-lament of Bangladesh is one of the world's spectacular legislative building.
The size of the Jatiya Sangsad Bhaban area, located in Sher-E-Bangla Nagar, Dhaka, is 215 acres. Apart from the main building, the open green area, the beautiful reservoir and the office of the MPs In 1961 the construction of the building started. The building was inaugurated on 28 January 1972, after crossing the climax of history. Louis E. Kane, the renowned architect of the United States, has designed the building in the eyes. [2] Parliament building area is divided into three parts - the main building, the south plaza and the presidential palace.
Translate in Bangla:
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন পৃথিবীর দৃষ্টিনন্দন আইনসভা ভবনের একটি।
রাজধানী ঢাকার শের-ই-বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন ২১৫ একর। যেখানে মূল ভবনের পাশাপাশি রয়েছে উন্মুক্ত সবুজ পরিসর, মনোরম জলাধার ও সংসদ সদস্যদের কার্যালয়। ১৯৬১ সালে এ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ইতিহাসের নানা চড়াই উৎরাই পেরিয়ে ১৯৭২ সালের ২৮ জানুয়ারি এ ভবনের উদ্বোধন করা হয়। দৃষ্টিনন্দন এ ভবনের নকশা করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্থপতি লুই আই কান । [২] সংসদ ভবন এলাকাকে প্রধান ভবন, দক্ষিণ প্লাজা ও প্রেসিডেন্সিয়াল প্লাজা এই তিনটি অংশে ভাগ করা হয়েছে।
thanks for visiting my post.
Sorced : wikipedia
To follow me @rchrzib
https://steemit.com/foodphotography/@sambhav/the-semolina-toast-tastes-very-good-and-helps-in-losing-weight
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit