বার্তাপ্রেরকের নিকট থেকে নিদিষ্ট চ্যানেলের মাধ্যমে সংবাদ বা তথ্য প্রাপকের নিকট পৌছানোর পর প্রাপক উক্ত তথ্যকে তার নিজস্ব ধ্যান ধারনা ও অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্লেষণ করে গ্রহণযোগ্য করে সাজান,,একেই ডিকোডিং বলে। যোগাযোগের সফলতার জন্য যোগাযোগ প্রক্রিয়ায় ডিকোডিং অপরিহার্য।
দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য, ধারণা, মতামত বা আবেগ অনুভূতির বিনিময় প্রক্রিয়াই হচ্ছে যোগাযোগ৷