মিকোয়ান মিগ-৩৫
মিকোয়ান মিগ ৩৫ একটি রাসিয়ান পরবর্তী প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট। এর ন্যাটো কোড নেম ফুলক্রাম-এফ। এই বিমানটি আসলে মিগ ২৯ এর আপগ্রেড ভার্সন। মিগ ২৯ এর নকশার উপর ভিত্তি করে মিগ ৩৫ কে তৈরি করা হয়। মিগ ৩৫ মিকোয়ান কম্পানির ৪++ প্রজন্মের জঙ্গি বিমান। এই বিমানের এখন পর্যন্ত সর্বমোট ১০ টি প্রোটোটাইপ তৈরি করা হয়েছে।
এয়রো ইন্ডিয়া-২০০৭ এয়ার সোতে মিকোয়ান কম্পানি সর্বপ্রথম মিগ ৩৫ কে সামনে নিয়ে আসে। রাসিয়ান প্রতিরক্ষা মন্ত্রী "MAPO-MIG" প্ল্যান্ট পরিদর্শনকালে অফিসিয়ালি বিমানটির কথা প্রথম প্রকাশিত করেন।
মিগ ৩৫ বিমানটির সিঙ্গেল সিট এবং ডাবল সিট এই দুটি ভার্সনই রয়েছে। এর আভিওনিক্স ও অয়েপন সিস্টেমে আরও নতুনত্ব আনা হয়েছে। এর অস্রের পেলোড ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হছে জেট টি তে AESA রাডার ব্যবস্থার সাথে নতুন ইনজিন ও কম্পিউটার সিস্টেম রয়েছে যা একে আরো আধুনিক ও ক্ষিপ্র করে তুলেছে। জেটটির সার্ভিস লাইফটাইম বৃদ্ধির জন্য এর এয়ার ফ্রেমকে নতুন ভাবে সাজানো হয়েছে।
পরবর্তী পর্বে বিমানটির কনফিগারেশন নিয়ে আলোচনা করা হবে।
[বি:দ্র:- কোন প্রকার ভুল ত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন। ]
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit