Dinner fork food

in dinner •  7 years ago 

ইনাদের খাবারের মেন্যু গোছানো!! খাবারের মেন্যুতে সৃজনশীলতার ছাপ আছে!! দেখলেই বুঝবেন!! যদিও আমি খাইনি তবুও উনাদের পিজ্জা, পাস্তা আইটেম গুলো ইউনিক মনে হয়েছে!! বিশেষ করে উনাদের "Main Course" টা কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের সুবিধা মত!! (১ টার সাথে ২ টা সাইড ডিস) !! খাবারের মাঝে পিজ্জা, পাস্তার দাম রিজনেবল মনে হয়েছে!! সেট মেন্যুর দাম এখনকার যেই "চল" তাঁর থেকে বেশি মনে হয়েছে!!

যা_খেয়েছিলাম

আমি নিয়েছিলাম একটা "নাচোস" আর "কাস্টমাইজড সেট মেন্যু" আর "ভার্জিন মোহিতো"!! নাচোস টা খেতে বেশ মজা, তবে দাম অনুযায়ী মাংসের পরিমাণ টা একটু বেশি হওয়া উচিত ছিলো!! দাম ২৭০ টাকা!!

image

মাইন কোর্সে একটা আইটেম এর পাশাপাশি আপনি সাইড ডিস হিসেবে যে কোন দুইটা আইটেম নিতে পারবেন!! আমি নিয়েছিলাম "Chiecken Cordon Blue" এবং সাইড ডিস হিসেবে নিয়েছিলাম "Spanish Rice" আর "Ratatoullie Vegetable"!! আপনি যদি চিজ এর সাথে চিকেন এর সমন্বয় পছন্দ করেন তাহলে Chicken টা ভাল্লাগবে!! রাইস এ লেমন এর ফ্লেভার ছিলো যা আমার ভাল্লাগসে আর ভেজিটেবল মোটামুটি!! শেষে মকটেল টা অসাধারণ ছিলো!!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!