টাঙ্গাইলের সখীপুরের তক্তারচালা ফার্নিচার হাটের সুনাম এখন ছড়িয়ে পড়েছে সারা দেশব্যাপী। দেশের বৃহত্তম আসবাবপত্রের (ফার্নিচার) হাট তক্তারচালা। টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাজারে এ হাট বসে। এখানে প্রতি হাটে প্রায় কোটি টাকার আসবাবপত্র কেনাবেচা হয়। সপ্তাহের প্রতি শনিবার এ হাট বসে।
জানা গেছে, সখীপুর উপজেলা সদর থেকে ১৫ কিমি দক্ষিণে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২০ কিমি উত্তরে অবস্থিত তক্তারচালার এ হাট। ঘরের নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র কেনার জন্য এখানে ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসে। রাজধানী ঢাকাতেও এ হাটের আসবাবপত্রের বেশ কদর রয়েছে। সপ্তাহের শনিবারে এ হাটে ৫শ’ থেকে ৮শ’ প্রকারের বিভিন খাট, সোফা সেট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সুকেশ, চেয়ার-টেবিল এবং দরজা-জানালা বেচাকেনা হয়। কাঠের মধ্যে খোদাই করা বাহারি নকশায় ফুলবক্স, সেমিবক্স, বেগি খাট, বোম্বাই ও রাশিয়ান খাট পাওয়া যায় এ হাটে।
এ ছাড়াও গোল ড্রেসিং টেবিল, ছয়কোনা ড্রেসিং টেবিল, তিনচাল ড্রেসিং টেবিল, দুই চাল ড্রেসিং টেবিল, কানিশ ড্রেসিং টেবিল এবং লতা সোফা, হাতি শুঁড় সোফা, বল সোফা ও বক্স সোফা সেটও বিক্রি হয় এ হাটে। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সব শ্রেণির লোকজনই এ হাটের ক্রেতা।
সরেজমিন তক্তারচালা হাট ঘুরে ব্যবসায়ী ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বাজারের আসবাবপত্রের দাম একটু বেশি। এক-একটি খাট পাঁচ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত কেনা-বেচা হচ্ছে। আসবাবপত্রের ওপর নির্ভর করে দাম কম বেশি হয়ে থাকে বলে জানান ব্যবসায়ী শহিদুল ইসলাম। তিনি আরো জানান, এ বাজারের ফার্নিচার মান ভাল হওয়ায় এখানকার চাহিদা দেশের সর্বত্রই রয়েছে। এ কারণে এখানে দামও একটু বেশি।
নতুন ঘরের জন্য আসবাবপত্র কেনার জন্য সপরিবারে এ হাটে এসেছিলেন উপজেলার যাদবপুর ইউনিয়নের মামুন আহম্মেদ। তিনির সাথে কথা হলে এ প্রতিবেদককে তিনি জানান, কাঠের মান ও আসবাবপত্রের দামের কথা বিবেচনা করে এ হাটে আসা। এ হাটের অনেক সুনাম রয়েছে। তাই স্ত্রী ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে আসবাবপত্র কিনতে এসেছি।
ফার্নিচার কিনতে আসা মির্জাপুর উপজেলার নুর আলম জানান, সাধ্যের মধ্যে ভালো ফার্নিচার পাওয়া যায় বলেই এ হাটে এসেছি।
এ হাটের ফার্নিচার ব্যবসায়ী কদ্দুস মিয়া জানান, ভৌগোলিক অবস্থা এবং যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় তক্তারচালা আসবাবপত্রের জন্য অন্যতম বৃহত্তম বাজার হয়ে উঠতে পেরেছে।
হতেয়া ডিগ্রি কলেজের প্রভাষক মোজাম্মেল হক সজল জানান, তক্তারচালা বাজারের ফার্নিচারের সুনাম দেশের বিভিন্ন স্থানে রয়েছে।
হাটের ইজাদারদার ও বাজার বণিক সমিতির সভাপতি আব্বাস আলী জানান, হাটের আগের দিন থেকেই আসবাবপত্র আসতে শুরু করে এবং তা হাটের রাত পর্যন্ত চলে বেচাকেনা। এ বাজারে সপ্তাহে প্রায় কোটি টাকার আসবাবপত্র বেচা-কেনা করা হয়।
টাঙ্গাইলটাইমস