আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টিমিট লার্নিং সেশন-২২ এ আমি অংশগ্রহণ করতে চলেছি। সবার আগে স্টিমিট প্লাটফর্মকে ধন্যবাদ জানাতে চায় আমাদের শিক্ষার জন্য এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করার জন্য। আমি আমার শিক্ষক @mahadisalim আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই, এতো সুন্দর একটা বিষয় বিবেচনা করার জন্য এবং ক্লাসের মাধ্যমে প্রতিটা বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য। আমি পুরো ক্লাসটা মন দিয়ে পড়েছি এবং সমস্ত বিষয় যথাযথ ভাবে বোঝার চেষ্টটা করেছি। যেটা হয়ত আমার বাড়ীর কাজ থেকে আপনারা বুঝতে পারবেন। প্রথমত আমি " ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার এবং পাওয়ার ফ্যাক্টর " ক্লাস এর কিছু বিষয় রিভিও করব। যাতে স্যারের দেওয়া কাজগুলো সমাধান করতে সুবিধা হয়।
made by canva
আমি আমার ক্লাস থেকে যে যে বিষয়গুলো জানতে পেরেছি, তা নিম্নরুপ-
১. ট্রান্সফরমার কী? বা কাকে বলে?
২. ট্রান্সফরমার কত ধরনের?
৩. ট্রান্সফরমারের বিভিন্ন অংশ সমূহ এবং তাদের কাজ ও সংযোগ স্থল।
৪. ট্রান্সফরমারের তেলের নাম ও তেলের কাজ।
৫. ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের টার্ন রেশিও।
৬. বিভিন্ন ধরনের ট্রান্সফরমার কোনটা কোন কাজে ব্যবহার করা হয় তা সম্পর্কে জানতে পেরেছি।
৭. ফেজ বা সংযোগ অনুযায়ী ট্রান্সফরমার কত ধরনের ও কি কি তা জানতে পেরেছি।
৮. ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের লস সমূহ এবং তাদের বর্ণনা সম্পর্কে ধারণা।
৯. ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের টেস্ট সম্পর্কে ধারণা লাভ।
১০. ডিজিটাল ও অ্যানালগ মিটার সম্পর্কে ধারণা লাভ।
১১. কয়েকটা সমস্যা সমাধান করে শিক্ষক খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছিলেন।
১২. স্যার আমাদেরকে একটা ট্রান্সফরমারের চিত্র দিয়ে তার রেটিং কিভানে লিখতে হয় সেটা বুঝিয়েছিলেন।
১৩. এরপর একটা ম্যাথ সমাধান করার নিয়ম বুঝিয়েছেন।
১৪. পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে ধারণা দিয়েছেন এবং কোন ধরনের পাওয়ার ফ্যাক্টর আমাদের বিদ্যুৎ ব্যবস্থার জন্য ভালো সেটা বোঝার চেষ্টটা করেছেন। আমি নিজেও যতটা সম্ভব বোঝার চেষ্টটা করেছি।
এছাড়াও স্যার আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দিয়েছেন। যা আমাদের জানা খুবই জরুরি। এবার চলুন স্যার আমাদেরকে যে বাড়ীর কাজগুলো দিয়েছেন, আমি সেটা সমাধান করার চেষ্টটা করি-
A.
স্যারের দেওয়া উপরের চিত্র হতে আমি প্রশ্ন দুইটার উত্তর দেওয়ার চেষ্টটা করতেছি।
• Name the two transformers from the diagram and explain why. |
---|
- চিত্রে দেখানো প্রথম ট্রান্সফরমারটি হলো স্টেপ আপ ট্রান্সফরমার। কারণ, স্যার আমাদেরকে বুঝিয়েছন, যে ট্রান্সফরমার লো বা কম ভোল্টেজকে হাই বা বেশি ভোল্টেজে রুপান্তর করে তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে। এজন্য চিত্রের প্রথম ট্রান্সফরমারটি একটি স্টেপ-আপ ট্রান্সফরমার।
- চিত্রের দ্বিতীয় ট্রান্সফরমারটি হলো একটি স্টেপ-ডাউন ট্রান্সফরমার। স্যারের ব্যাখ্যা থেকে দেখেছি, যে ট্রান্সফরমার হাই বা বেশি ভোল্টেজকে লো বা কম ভোল্টেজে রুপান্তর করে তাকে স্টেপ-ডাউন ট্রান্সফরমার বলে। এজন্য বলা যায় চিত্রের দ্বিতীয় ট্রান্সফরমারটি একটি স্টেপ-ডাউন ট্রান্সফরমার।
• What is the turn ratio of the two transformers? |
---|
প্রথম ট্রান্সফরমারের ক্ষেত্রে-
র্টান রেশিও হবে -
We Know,
a= Vp / Vs
= 220 / 415
= 0.53012
~ 0.53
Or,
We know,
a=Np/Ns
= 4/8
= 0.5
So, turn ratio is 1st transformer,, a=0.53.
Here,
Vp= primary Voltage = 220
Vs= Secondary Voltage = 415
Np=4
Ns=8
a=?
দ্বিতীয় ট্রান্সফরমারের ক্ষেত্রে র্টান রেশিও হবে-
a= Vp / Vs
= 415 / 220
= 1.88636
~ 1.87
So, turn ratio is 1st transformer,, a= 1.87.
Or,
We know,
a=Np/Ns
= 8/4
= 2
Here,
Vp= 415
Vs=220
Np=8
Ns=4
a=?
B. Identify the various parts of a power transformer with a picture and write the function of each part. |
---|
উপরের চিত্র হতে আমি ট্রান্সফরমারের বিভিন্ন অংশ সমূহ চিহ্নিত করনের পাশাপাশি সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়ার চেষ্টটা করেছি।
১. ট্যাংক: ট্রান্সফরমারের ওয়াইন্ডিংস ও ট্রান্সফরমার কোর একটি ড্রাম আকৃতির পাত্রে মধ্যে ডুবানো থাকে। সেটাকে ট্যাংক বলে।
২. কনজারভেটর (B): ট্রান্সফরমারের তেল গরম হলে এর আয়তন বৃদ্ধি পায়, আর ঠান্ডা হলে আয়তন হ্রাস পায়। আয়তন যখন বৃদ্ধি পায় তখন, তখন তেল বাইরে চলে আসতে চায়, এজন্য ট্যাংকের সাথে পাইপ দ্বারা সংযুক্ত করে ট্যাংকের উপরে ছোট একটা ড্রাম আকৃতির ট্যাংক বসানো হয়, একে কনজারভেটর বলে।
৩. ব্রিদার(D): ট্রান্সফরমারের যে অংশের মাধ্যমে বাতাস ভিতরে আসে এবং বাইরে বেরিয়ে যায় এবং প্রবেশের সময় জলীয়বাষ্প মুক্ত করে শুষ্ক করে ঐ অংশকে ব্রিদার বলে।
৪. বুশিং(A&E): ওয়াইন্ডিং-এর টার্মিনালগুলোকে বাইরে আনার জন্য বুশিও পদ্ধতি ব্যবহার করা হয়৷ বুশিংগুলো অতি উত্তম চিনা মাটির তৈরি। এগুলোকে গ্যাসকেট দিয়ে ট্যাংকের ঢাকনার উপর লাগানো হয়৷
৫. বুখলজ রিলে(C): ট্রান্সফরমার ট্যাংক এবং কনজারভেটরের সংযোগকারী পাইপের মধ্যে লাগানো থাকে। ট্রান্সফরমারে কোনো কারণে গ্যাস জমতে যাতে স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যায় ঐ রিলেতে সে রকম ব্যবস্থা করা থাকে।
C. What type of transformer is used for your home's electricity? Describe your understanding with pictures. |
---|
আমাদের এলাকাতে স্টেপ-ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়।
আমি গ্রামে বাস করি। আমাদের এলাকাতে পল্লি বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আমাদের এলাকাতে যে ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয়। চিত্রে দেখানোর চেষ্টটা করতেছি। বেশির ভাগ ক্ষেত্রে গ্রামের সাপ্লায়ের শুরু দিকে থ্রি-ফেজ স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন স্থানে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। মূলত থ্রি-ফেজ ট্রান্সফরমার ব্যবহার করে 11 kv / 0.4 kv তে রূপান্তর করে সাপ্লাই দেওয়া হয়। উপরের চিত্রে যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছে এটা হলো আমাদের গ্রামে ব্যবহার করা হয়েছে। যেটা স্টেপ-ডাউন ট্রান্সফরমার।
D. Calculate how many KVA transformers will be required for a 5000 KW load. |
---|
We Know,
KVA= KW / PF
= 5000 / 0.9
= 5555.555555
~ 5555.56 KVA.
~ 5556 KVA.
so, 5556 KVA transformers will be required for a 5000 KW load.
Here,
KW = 5000
PF= 0.9 ( Let,)
KVA=?
E. Look at the transformer's nameplate in the picture and find out the following points. |
---|
Transformer Name: Step- Down
Transformer Rating =2500KVA
Primary Voltage(HV) = 33000 KV
Secondary Voltage (LV) =415 KV.
Current(HV) =43.74 amp.
Current(LV) =3478.11 amp.
F. Find the currents in the high voltage (HV) and low voltage (LV) sides of the 33/0.415 kV, 2.5 MVA transformer. |
---|
G. What do you mean by power factor? What is the power factor value given by the electricity supply company in your country? |
---|
সাধারণত, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী ফেজ কোণের কোসাইন (cos) মানকে পাওয়ার ফ্যাক্টর বলে।
অথবা, প্রকৃত পাওয়ার (KW) এবং আপাত পাওয়ার (KVA) এর অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে।
আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলো মূলত পাওয়ার ফ্যাক্টরের মানগুলো ০.৯ থেকে ১ এর মধ্যে রাখার চেষ্টটা করে।
H. Given the nameplates of the two transformers shown in the figure, write three differences. |
---|
A | B |
Differences | A | B |
---|---|---|
Rating | 2500kv | 200kv |
%Impedance | 6.6 | 4.01 |
Oil | 2260 Kg. | 244 Kg. |
Vector Group | Dyn-11 | star/delta-11 |
HT | 33000KV | 11000V |
Determine True/False: |
---|
• The name of the oil used in a transformer is pyranol. (Ture)
• The core loss of the transformer is in the winding. (False)
• The efficiency of the transformer is less than that of other electrical devices.(Ture.)
• The transformer rating is in KW. (False.)
• The transformer's insulation test is done with a megger meter.(Ture.)
আলহামদুলিল্লাহ, আমি আমার সকল প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি। স্যারের পড়ানো বিষয়গুলো অনুযায়ী আমার উত্তর দেওয়ার চেষ্টটা করেছি। আশা করি আপনারা সবাই আমার পোষ্টটা পড়ে জানতে পেরেছন আমি কতটুকু শিখতে পেরেছি। আমি আমার অর্জিত জ্ঞানের আলোকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টটা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
ধন্যবাদ।
আমি @ ashik333,,,@simaroy,,,@shohana1 বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই চ্যালেন্জে অংশগ্রহণ করার জন্য।
https://x.com/DrawingBd1/status/1869621021890003413?t=lL_Nc15xX431UV2oOr01Lg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit