Positive Review
#BUY1_GET1_FREE @ Nando’s
রমজান মাসের প্রথমেই সেহরিতে আরামসে... খেয়ে দিলাম ন্যান্দোস এর BUY1 GET1 অফার। আমার মত কিছু পকেট খালি খাদক প্রজাতি রমজান আসলেই হাআআ... করে থাকে একটা ভালো ডিলের জন্য। রহমতের এমন সময় নিরাশ হতেও হয়না। আমাদের মত ন্যান্দোস লাভারদের জন্য এটা নিঃসন্দেহে জোস একটা ট্রিট। ২ টা ফ্লেইম গ্রিলড জুসি পেরি পেরি কোয়ার্টার চিকেন সাথে ৪ টা সাইড মিলায়ে খরচ আসছে শুধু ৫৭৫ টাকা+ভ্যাট। আমি সেহরিতে রাইস আর গ্রিল ভেজ প্রেফার করি। চাইলে পেরি পেরি চিপস, কোলসলো বা গারলিক ব্রেড নিতে পারেন। বাকি টাকায় আমরা দুটো ড্রিংকস নিয়ে নিলাম। ব্যাস, সেহরিতে আলহামদুলিল্লাহ্ ভালো একটা চিল হয়ে গেলো।গেবন হয় সুন্দর।
So, সেহরি নাইটের হ্যাংআউট প্লানে খাবার দাবার জন্য ন্যান্দোস কে আপনার লিস্ট এ রাখতে পারেন।
Time: 11:00 pm – 3:00 am
Price: 10/10
Taste:9 /10
Service: 9/10
Ramadan Mubarak!