I saw a happy man from a very close. Whose face never heard of sadness.

in esteem •  7 years ago 

রিক্সা চালিয়ে সংসার চলে। দিনে উপার্জন করে দিনে খায়। নামাজি হাসি-খুশি মানুষ। কখনো দেখিনি কারো সাথে একটু কথা কাটাকাটি হয়েছে।
'
দেখা হলে জিগ্যেস করি, ভাই কেমন আছেন? ফিক করে হাসি দিয়ে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভাল রেখেছেন ভাই।
'
লোকটাকে আমি যত দেখি তত বিস্মিত হই।
.
মূলতঃ অর্থে প্রকৃত সুখ নেই, উদার মনেই প্রকৃত সুখ নিহিত।
'
অর্থে সুখ থাকলে আমার দেখা লুলু মিয়া এক নাম্বারে সুখি হত।
'
তার টাকা-পয়সার অভাব নাই। কিন্তু অভাব আছে সুখ-শান্তির।
'
ক্লাবের কয়েকটা ছেলে তার কাছে গিয়ে একদিন বলল, স্যার আমাদের জন্য কিছু করেন। অন্তত দুটা বল কিনে দেন।
'
চোখ মুখ কালো করে বলেছিল, কী বলি লজ্জার কথা টাকা-পয়সার তো খুব সংকট চলছে।

image

'
কিন্তু ওই সময় যদি তিনি পকেটে হাত রাখতেন তাহলে কয়েক ডজন বল কেনার টাকা বেরিয়ে আসত।
'
আদরের ছোট্ট মেয়েটি, যাকে তিনি সবচে' বেশি ভালবাসতেন। তিনি তার কোন আশাই অপূর্ণ রাখেন নি। কিন্তু সে মেয়েটি আজ বাসায় নেই! বখাটে এক ছেলের সাথে প্রেম করে পগারপার।
'
কই টাকা দিয়ে তিনি তো সুখ কিনতে পারেন নি! যদি পারতেন তবে তিনিই সেরা সুখি হতেন।
'
তবুও টাকা পিছনে সবাই ছুটে। আপনি আমি সবাই....
'
টাকার প্রয়োজন আছে। টাকার প্রয়োজন আছে বলেই পবিত্র কুরআনে উপার্জন করার কথা বলা হয়েছে।
তবে মন থাকতে হবে উদার। সুখি হবেন, খুব সুখি।
'
কখনোই ভাববেন না, টাকাতেই প্রকৃত সুখ। তাহলে সেরা সুখ বঞ্চিত লোকটি আপনিই হবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello! I find your post valuable for the art community! Thanks for the great post! ARTzone is now following you! ALWAYs follow @artzone and the artzone tag, and support our artists!

Hello! I find your post valuable for the wafrica community! Thanks for the great post! @wafrica is now following you! ALWAYs follow @wafrica and use the wafrica tag!