গত শতাব্দীর প্রথমার্ধ থেকে শেষ দশক পর্যন্ত পুরো বিশ্ব সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী—এ দুই ভাগে বিভক্ত ছিল। অথচ সেই প্রবল পরাক্রমশালী সোভিয়েত ব্লক ভেঙে যেতে সময় লাগেনি। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের শব্দচয়নে সেটি ছিল ‘ইতিহাসের স্বপ্নভঙ্গ’। ৭০ বছরের বেশি সময় টিকেছিল সোভিয়েত ইউনিয়ন। ওই অবস্থা থেকে আবার প্রভাবশালী হয়ে উঠেছে রাশিয়া। নেতৃত্বে ভ্লাদিমির পুতিন। ১৮ বছর ক্ষমতায় থাকার পর আরও ৬ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু পুতিনই-বা কত দিন টিকবেন? সোভিয়েত যুগ না দেখা তারুণ্যের কাছেই কি হেরে যাবেন তিনি—প্রশ্নটি এখন এই জায়গায় ঘুরপাক খাচ্ছে।
১৯৮৫ সালে ৭৩ বছর বয়সে মারা যান রাশিয়ার কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক কনস্তানতিন চেরনেনকো। শোক পালনের সঙ্গে সঙ্গে সোভিয়েত ইউনিয়নের পরবর্তী নেতা নির্বাচনের তোড়জোড়ও শুরু হয়ে যায়। ক্রেমলিনে কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সভায় জরুরি ডাক পড়ে মিখাইল গর্বাচেভের। পরে সোভিয়েত ইউনিয়নের সর্বেসর্বা নেতা ও পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পড়ে তাঁর কাঁধে। শুরু হয় সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া ও সমাজতান্ত্রিক শাসনে পরিবর্তনের যুগ।
চেরনেনকো এমন একটি প্রজন্মের অংশ ছিলেন, যেটি ছিল রাশিয়ায় সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার উত্তাল সময়। ১৯১১ সালে জন্মেছিলেন চেরনেনকো। তাঁর জন্মের ছয় বছরের মাথায় সংঘটিত হয় অক্টোবর বিপ্লব। অভ্যুদয় ঘটে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের। তবে চেরনেনকোর প্রজন্মের ওপর লেনিনের চেয়ে স্তালিনের প্রভাব ছিল বেশি। কারণ, লেনিনের মৃত্যু ও জোসেফ স্তালিনের উত্থানের সময়—এই সন্ধিক্ষণেই রাজনীতি বুঝতে শিখেছিলেন তাঁরা। তাই তাঁদের কাছে নায়ক ছিলেন স্তালিন। বলা হয়ে থাকে, চেরনেনকোর বিদায়ের মধ্য দিয়েই রাশিয়ায় ‘স্তালিনের প্রজন্মের’ ইতি ঘটে। এরপর কমিউনিস্ট পার্টির নীতিনির্ধারকেরা ভেবেছিলেন, নতুন ও তরুণ প্রজন্মকে নেতৃত্বে নিয়ে আসা দরকার। আর সেই ভাবনা থেকেই পার্টির নেতৃত্বে আসেন গর্বাচেভ।
লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, সমাজতান্ত্রিক শাসন বললেই সব মানুষের বৈষম্যহীন ও সমঅধিকারের একটি চিত্র চোখে ভেসে ওঠে। তবে গত শতাব্দীর আশির দশকে সমাজতান্ত্রিক শাসনের কেন্দ্রবিন্দু হিসেবে রাশিয়ায় সেই সমঅধিকারের বিষয়টি ঠিক স্পষ্ট ছিল না। কারণ, জারের উৎখাতের পরে দেশটিতে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও অভিজাততন্ত্রের খুব একটা পরিবর্তন হয়নি। ক্ষমতার বলয়ে থাকা সেই অভিজাতরা সোভিয়েত ইউনিয়নে থাকলেও কখনো বিলাসিতায় কার্পণ্য করেননি। সরকারও তাঁদের বাধা দেয়নি। বরং বিভিন্ন সুযোগ-সুবিধাই দিয়েছে বেশি। রুশ সমাজের এই অভিজাতরা কি ভাবছেন, তা নিয়ে বেশ মাথাব্যথা ছিল ক্ষমতাসীনদের। আর আমজনতার জন্য বরাদ্দ ছিল সমাজতান্ত্রিক আদর্শের আদলে টানাপোড়েনের সংসার।
মিখাইল গর্বাচেভ ভেবেছিলেন, এই কয়েকজন ব্যক্তির হাতে থাকা তথাকথিত ‘পুঁজিবাদী’ সুযোগ-সুবিধাগুলোকে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে হবে। সেই ভাবনা থেকেই আসে ‘গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রৈকা’ নীতি। প্রথমটিতে উদারবাদকে প্রাধান্য দিয়ে সমাজতান্ত্রিক নীতিতে পরিবর্তন আনা হয়েছিল। আর দ্বিতীয়টিতে ছিল কমিউনিস্ট পার্টি ও রাষ্ট্রের পুনর্গঠনের বিষয়টি। এতে করে সোভিয়েত ইউনিয়নে জারি থাকা কঠোর বিধিনিষেধ উঠে যেতে থাকে। সাধারণ মানুষের নাগালে চলে আসে পুঁজিবাদী সমাজের ভোগবিলাস। দুই নীতি কার্যকরের কয়েক বছর পর গর্বাচেভ বলেছিলেন, রাশিয়াকে একটি ‘স্বাভাবিক দেশ’-এ রূপান্তর করতে চেয়েছিলেন তিনি। ‘মানবিক মূল্যবোধগুলো’ সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চেয়েছিলেন। গর্বাচেভ বলেছিলেন, ‘পেরেস্ত্রৈকা নীতিতে লাভবান হবে আমার নাতিপুতির প্রজন্ম। তারা আরও বেশি আত্মবিশ্বাসী ও স্বাধীন হয়ে বেড়ে উঠবে। তারা জানবে যে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে তাদের।’
ফিডর অভচিনিকভের বয়স এখন ৩৬ বছর। গর্বাচেভের নাতিপুতির প্রজন্মের একজন সদস্য তিনি। গর্বাচেভের নেওয়া দুই নীতি কার্যকর হওয়ার পর রাশিয়ায় উদার অর্থনৈতিক পরিকল্পনা প্রতিষ্ঠিত হয়। তাতে উৎসাহিত হয়েই পিৎজার একটি চেইনশপ খোলেন তিনি। দোকানের নাম ডোডো। এখন পুরো রাশিয়ায় এর ৩০০টি শাখা আছে। শুধু রাশিয়া নয়, যুক্তরাজ্য ও আমেরিকাতেও শাখা আছে ডোডোর।
গর্বাচেভের নাতিপুতিরা এভাবেই বেড়ে উঠেছেন। এই প্রজন্মের বেশির ভাগেরই বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। এই বয়সসীমার মধ্যে থাকা এক বিশাল তরুণ জনগোষ্ঠী এখন রাশিয়ার অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বদলের গানও গাইছেন তাঁরা।
গর্বাচেভের পর ১৯৯১ সালে বরিস ইয়েলৎসিনের হাতে যায় রাশিয়ার শাসনক্ষমতা। এরপর আবার অপেক্ষাকৃত তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা ভাবেন রুশ নীতিনির্ধারকেরা। আর সেই চিন্তা থেকেই ভ্লাদিমির পুতিনের উত্থান। ২০০০ সালে ক্ষমতায় আসেন তিনি। গত ১৮ মার্চ অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর আগামী ছয় বছরের জন্য মসনদে থাকা নিশ্চিত করেছেন পুতিন। কিন্তু আর কত দিন ক্ষমতায় থাকবেন তিনি? ঠিক এই প্রশ্নটির উত্তর খুঁজতে গেলেই এসে পড়ে গর্বাচেভের নাতিপুতির প্রজন্মের কথা। গর্বাচেভের গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা আবার নতুন করে রাশিয়ায় ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকেরা। তাঁদের ধারণা, এই প্রজন্মই রাশিয়ায় সত্যিকারের পরিবর্তন আনতে পারবে। তখনই রুশ জনগণের হাতে উঠবে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্ষমতা।
প্রখ্যাত রুশ শিক্ষাবিদ ইউরি লেভাদা বলেন, রাশিয়ায় যখনই নতুন কোনো গোষ্ঠী ক্ষমতায় এসেছে, তারা আগের শাসন কাঠামোর ধারাবাহিকতা নষ্ট করেছে। গর্বাচেভ যেমন আগের ব্যবস্থা খারিজ করে নতুন ব্যবস্থা এনেছেন, তেমনি ইয়েলৎসিনের কাছ থেকে ক্ষমতা লাভের পর পুতিনও আগের সরকারের সবকিছু মুছে ফেলেছেন। ইতিবাচক ব্যবস্থাগুলোও বাতিল করে দেন তিনি। এই বিষয়টিই সব সমস্যার জন্য দায়ী। নতুন শাসক এভাবেই সব সময় নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন।
এএফপির খবরে বলা হয়েছে, সরকারি হিসাবে ৭৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন পুতিন। অন্য প্রতিদ্বন্দ্বীরা ব্যালট বাক্সে কোনো পাত্তাই পাননি। প্রধান বিরোধী নেতা আলেক্সেই নাভালনি দাঁড়াতেই পারেননি নির্বাচনে। কেসেনিয়া সোবচাক অংশ নিলেও পেয়েছেন মোটে ১ দশমিক ৭ শতাংশ ভোট। অন্যদের অবস্থাও তথৈবচ। সাদা চোখে এঁদেরকেই পুতিনের উত্তরসূরি বলে মনে করা হচ্ছে। কারণ, এঁদের জনপ্রিয়তার মূল কারণই হলো তরুণসমাজের সমর্থন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২৪ সালে চতুর্থ মেয়াদ শেষে পুতিনের বয়স হবে ৭১ বছর। ওই সময় সাংবিধানিক বাধ্যবাধকতা মানতে হলে আবার প্রধানমন্ত্রী হতে হবে পুতিনকে। কারণ, টানা তিনবার প্রেসিডেন্ট হওয়ার নিয়ম নেই রাশিয়ায়। তবে তত দিনে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে ২৪ বছর ক্ষমতায় থাকা হয়ে যাবে পুতিনের। সোভিয়েত ইউনিয়ন-পরবর্তী সময়ে যা সর্বোচ্চ।
বরিস ইয়েলৎসিনকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করেছিলেন ইগর মালাশেংকো। সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘এটি কোনো নির্বাচন নয়। ক্রেমলিনের নির্দেশনায় একটি নাটক মঞ্চস্থ হয়েছে।’
ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস নামের একটি থিংক ট্যাংকের বিশ্লেষক ইভান ক্রাস্টেভ ও গ্লেব পাভলভস্কি বলেন, পুতিনের পরবর্তী ছয় বছর শাসনকালের মধ্যেই রাষ্ট্রক্ষমতায় অপেক্ষাকৃত তরুণ প্রজন্মের আগমন ঘটতে পারে। কারণ, সাংবিধানিকভাবে ২০২৪ সালে আবার ক্ষমতায় আসার লড়াইয়ে নামতে পারবেন না পুতিন।
ভ্লাদিমির পুতিনের মাথায় তরুণ প্রজন্ম নিয়ে চিন্তা নেই, সেটি ভাবলে ভুল হবে। এরই মধ্যে ক্রেমলিনে তরুণ টেকনোক্র্যাটদের ঢোকাচ্ছেন তিনি। ইকোনমিস্ট জানিয়েছে, বর্তমানে রাশিয়ার ৮৫ জন গভর্নরের মধ্যে ৬ জনের বয়স ৪০ বছরের কম। পুতিনের সরকারের ২ মন্ত্রী ও ২০ জন উপমন্ত্রীর বয়স তিরিশ বা তার একটু বেশি। তবে এর মূল উদ্দেশ্য হলো, এসব তরুণকে নিজের ঢাল হিসেবে ব্যবহার করা। কিন্তু পাশার দান উল্টে যেতে কতক্ষণ?
Congratulations @ahmadula! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
You made your First Vote
You published your First Post
You got a First Vote
Award for the number of upvotes
You made your First Comment
Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Do not miss the last announcement from @steemitboard!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit