বিকেলবেলা সবাই মিলে চিন্তা করলাম বার্গার খাব। তো জানা ছিল Gamblers এ ৯৯ টাকায় বার্গার এর অফার চলতেছে সো সবাই মিলে ওখানেই যাব ভাবলাম।
ঢুকতেই পরিবাশটা খুব ভাল লেগেছিল। তো যখনই বার্গার অর্ডার করব তখনই তারা বলল তাদের এই Pizza Burger এর কথা। দাম ও খুব একটা বেশি না (১৫০) টাকা। তো সবাইমিলে আলোচনা করে এটাই অর্ডার করে দিলাম।
অর্ডার করার ১৫ মিনিটের মধ্যেই খাবার চলে আসল এবং বার্গারটা দেখতেই সুন্দর ছিল তো খেতে তো ভাল হবেই এবং ৫ মিনিটের মধ্যে খাওয়াদাওয়া শেষ করে একটা তৃপ্তির হাসি তাদেরকে উপহার দিলাম 😊😊
রেটিংঃ বার্গারের স্বাদঃ ৯/১০
ব্যাবহারঃ ৮/১০
পরিবেশঃ ৮/১০