পরীক্ষায় ভাল রেজাল্ট করার কয়েকটি বুলেট প্রুফ টোটকা

in exam •  7 years ago 

পরীক্ষায় ভাল রেজাল্ট করার কয়েকটি বুলেট প্রুফ টোটকা

পরীক্ষার সময় আসলে আমাদের মাথায় কাজ করে না। শুধু একটা চিন্তাই মাথাই ঘুরপাক খেতে থাকে পড়া কমপ্লিট করতে হবে, পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পড়ে যাচ্ছি, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখা যায় রেজাল্টটা আশানুরূপ আসছে না। কিভাবে পড়লে পড়া ঠিক ভাবে কাজে আসবে? কিভাবে পরীক্ষায় ভাল ফল পাওয়া যাবে? ঠিক এই কথাগুলোই জানতে ইচ্ছা করে।যখন hardly study করেও ভাল ফলাফল হচ্ছে না তখন study হয়ে যাক smartly।আর কিভাবে smartly study করা যাই তাই নিয়ে আলোচনা করব আজকের পাঠে।

১।একটানা দীর্ঘক্ষণ না পড়ে পড়ার মাঝে বিশ্রাম নাওঃ


Source

দেখা যাচ্ছে কয়েক ঘণ্টা একনাগাড়ে পড়ছো, এর জন্য মাথাটা একটু ঝিম ধরে আছে। তো এখন তোমার মাথার ঝিম ধরটা কাটাতে তোমাকে একটা কাজ করতে হবে । কাজটা হল খানিকটা সময় ঘুমিয়ে নিয়া । ২০ - ৩০ মিনিটের ঘুম তোমার মস্তিষ্ক কে একটু বিশ্রাম পাবে। এর ফলে এতক্ষণ যা পড়েছো, তা তোমার মাথাই নিজে নিজেই আরেকবার ঘুরে আসবে। এতে দীর্ঘ সময় পর্যন্ত পড়াটা মনে থাকবে।
তাই পড়ার মাঝে একটু ঘুমিয়ে নাও।

২।রাত জেগে পড়া নয়, দীর্ঘ সময় ঘুম চাইঃ


Source

পরীক্ষা আসলে আমাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিষ লক্ষ্য করা যায় যে, আমরা সকলেই রাত জেগে পড়ি। রাতে ঠিকভাবে ঘুমায় না। আবার কেউ কেউ তো ভোররাত পর্যন্ত জেগে থাকে। কিন্তু এটা একদমই উচিত না। রাতে আমাদের নিউরনের দরকার পর্যাপ্ত পরিমানে বিশ্রাম,অর্থাৎ পর্যাপ্ত পরিমান ঘুম। এমন কি সমীক্ষায় দেখা গেছে, যেসব স্টুডেন্ট রাত জেগে পড়ে তাদের থেকে দিনে পড়ুয়া ছেলেমেয়েদের রেজাল্ট বেশি ভালো হয় । তাই আজ থেকে আর রাত জেগে পড়া নয় এখন থেকে রাতে ঘুমানো চাই।

৩। পড়ার সময় সম্পূর্ণরুপে মননিবেশ কর পড়ার দিকেঃ


Source

২ ঘণ্টা মনোযোগ সহকারে না পড়ার থেকে ২০ মিনিট সম্পূর্ণরুপে মনোযোগ দিয়ে পড়া বেশি কার্যকারী । পড়ার সময় মন অন্যদিকে চলে যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ফাইন্ড আউট করতে হবে যে,ফোকাস টা কোন দিকে যাচ্ছে? এবং সেই জিনিষ থেকে দূরে থাকতে হবে। ধরো, পড়ার সময় বারবার ফোনের দিকে নজর গেলে ফোনটা অফই করে দাও। কোন কিছুর আওয়আজে যদি সমস্যা হয় তাহেলে স্থান পরিবর্তন করে নিরিবিলি কোথাও চলে যাও।

৪।পড়তে ইচ্ছার সময় কঠিন বিষয় পড়িঃ


Source

যখন আমাদের পড়তে ভাললাগে তখন আমরা সধারনতো সহজ বিষয় বা যেটা পড়তে ভাল লাগে সেটা পড়ি। আর কঠিন টপিকটি সবার শেষে রেখে দিই, কিন্তু এটা ভুল! আগে পড়তে হবে সবচে’ কঠিন বিষয়টি ।এতেকরে কঠিন বিষয়টি আগে পড়া হয়ে গেলে সহজ গুলো পড়তে ভাললাগবে।

৫।একটু খানি মেডিটেশনঃ


Source
নিয়মিত মেডিটেশন করি। কেননা মেডিটেশন আমদের ধৈর্য্য শক্তি বৃদ্ধি করে।এবং মেডিটেশন নিউরনের কার্যক্ষমতা কে অনেকাংশে বৃদ্ধি করে দেই যার ফলে আমদের পড়ালেখার প্রতি মনযোগ বৃদ্ধি পাই এবং দীর্ঘ সময় মনে রাখতেও সাহায্য করে।

৬।মনের উপর জোর করে না পড়িঃ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Well done this information .. We need a serious solution
Great post from you
Thanks for sharing..

Thanks @slimanepro

Vai dhoran math porikha tahola ongoko kivabe korbo.
Jodi aktu bolten.

@rishan ভাই আপনি এত তাড়াতাড়ি steem এ এত grow করলেন কি করে এই secret টি যদি একটু share করেন??

ফরেক্স ও ক্রিপ্টো ট্রেন্ডিং নিয়ে পোস্ট পেতে আমাদের আইডি টি ফলো করুন :)

rishan kub valo
@suvankar13

@rishan can you say who is this language?

This is Bengali language bro @makemoneyguru u can translate this Bangla to English from google translate. Thanks.

You got a 27.59% upvote from @emperorofnaps courtesy of @rishan!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!

bengali

R ke ke asay boltay bro ekon ekkta vote dow.

This post has received a 15.47 % upvote from @booster thanks to: @rishan.

@rishan মেডিটেশন টা ঠিক কখন করা বেশি ভালো?

Before the sun rise or after sun set it is proper time for meditation @rosenara

@rishan Thank you friend... your blog is awesome

@rishan Tomar social media account debe ....tomar sathe contact korbo...!

ফরেক্স ও ক্রিপ্টো ট্রেন্ডিং নিয়ে পোস্ট পেতে আমাদের আইডি টি ফলো করুন :)

Seriously .... this topic is very helpfull for everyone !

ফরেক্স ও ক্রিপ্টো ট্রেন্ডিং নিয়ে পোস্ট পেতে আমাদের আইডি টি ফলো করুন :)

Congratulations @rishan!
Your post was mentioned in the Steemit Hit Parade in the following category:

  • Pending payout - Ranked 7 with $ 270,57

hay buddy i hope great you are always there to help me build my blog @muved only god can repay your kindness and I hope you are slalu in good health there

Nice artical..liked it

@rishan good my dear friend I lyk this