ফলের ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা

in flower •  3 years ago 

ফলের পরিচিতি:

RifatStock.jpg

ফলের রাজা আম আর আমাদের ‘জাতীয় ফল’ কাঁঠাল। তৎপরবর্তী স্থান সম্ভবত কলা, আনারস, পেঁপে, লিচু ও পেয়ারার। লেবু জাতীয় ফল ও আমড়ার কদরইবা কম কিসের!

বাংলাদেশের ফলের তালিকা:

ফলগুলোর ধরন ও গোত্র অনুযায়ী শ্রেণীবিভাগ করে নিম্নে একটি নাতিদীর্ঘ তালিকা স্থাপন করা।
(ক) আম গোত্রভুক্ত : আম, আমড়া, বিলাতি আমড়া ও কাজু বাদাম।
(খ) কাঁঠাল গোত্রভুক্ত : কাঁঠাল, ডেউয়া, ডুমুর, তুঁতফল, রুটীফল ও ডুরিয়ান।
(গ) লিচু গোত্রভুক্ত : লিচু, আঁশফল ও রাম্বুটান।
(ঘ) পেয়ারা গোত্রভুক্ত : পেয়ারা, জাম, জামরুল ও গোলাপজাম।
(ঙ) অ্যানোনা জাতীয় : শরিফা ও আতা।
(চ) সফেদা গোত্রভুক্ত : সফেদা, বকুল ও মহুয়া।
(ছ) লেবু জাতীয় : লেবু, কাগজি লেবু, জামির, বাতাবিলেবু, কমলালেবু ও সাতকরা।
(জ) বেল জাতীয় : বেল ও কদবেল।
(ঝ) টক-প্রধান : কুল, তেঁতুল, আমলকী, কামরাঙা, বিলিম্বি, জলপাই, চালতা, করমচা ও লোই।
(ঞ) আপেল জাতীয় : পিচ, নাশপাতি, চেরি ও ট্রপিকাল আপেল।
(ট) অন্যান্য বৃক্ষ জাতীয় ফল : অ্যাভোকেডো, বইচি, পানিয়ালা, কাউফল, গাব, লটকন ও ডালিম।
(ঠ) লতা জাতীয় : প্যাসন ফল ও আঙ্গুর।
(ড) পাম জাতীয় : নারিকেল, তাল ও খেজুর।
(ঢ) অবৃক্ষ জাতীয় : কলা, পেঁপে, আনারস, তরমুজ, ফুটি, স্ট্রবেরি ও পানিফল। এগুলোর মধ্যে ৫-৬টি ফল বিদেশ থেকে সামপ্রতিককালে আনীত।

RifatStock 01.jpg

বাংলাদেশের ফলের অবস্থান:

উপরোক্ত তালিকায় স্থান পেয়েছে ৬২ প্রকারের ফল। মাত্র ৫৬ হাজার বর্গমাইল পরিমিত স্থানে যে অন-তপক্ষে ৬২ প্রকারের ফলের উপস্থিতি, এটি বিশ্বাস করা কঠিন। প্রায় ২৩ গুণ বড় আয়তন বিশিষ্ট যে ভারত-রাষ্ট্র সেখানে রয়েছে প্রায় ৬৪ প্রকারের ফল। জলবায়ুগতভাগে সবিশেষ বৈচিত্র্যময় ঐ দেশটির সঙ্গে বাংলাদেশের এরূপ যে একটি নেক-অ্যান্ড-নেক তথা সমান সমান বা পাশাপাশি অবস্থান, এটি খুবই তাৎপর্যপূর্ণ বিষয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!