Dhanmondi cafe,BD

in food •  7 years ago 

গ্রুপ এ পজেটিভ রিভিউ দেখে চলে গেলাম ধানমন্ডি কেবি স্কয়ার গেম অন এ।
প্রথমেই যে জিনিসটা চোখে পড়বে তা হলো পরিবেশ। একটা স্পোর্টস রেস্টুরেন্ট হিসেবে খেলার সবকিছু দিয়ে সাজানো। আমি ব্যক্তিগত ভাবে ফুটবল পছন্দ করি। তাই মেসি-রোনালদো আর পেলে-ম্যারাডোনার ছবি দেয়ালে দেখেই মনটা ভালো হয়ে গেল
অর্ডার দিলাম চিকেন ক্যাশেনাট সালাদ আর রন'স চিকেন সাবমেরিন। খাবার আসতে আসতে ফুসবল খেলা দেখলাম কিছুক্ষণ। নিজেও এক রাউন্ড খেলে গোহারা হারলাম
তবে খাবার আসতেই মনটা আবার ভালো হয়ে গেল। সাধারণত রেস্টুরেন্টগুলো সাজগোজের দিকে মনযোগ দিতে গিয়ে খাবারের মান খারাপ করে ফেলে। কিন্তু খাবার জন্যই তো রেস্টুরেন্টে যাওয়া। ভালো পরিবেশটা তো বোনাস। খাবারগুলো খুবই সুস্বাদু ছিল আলহামদুলিল্লাহ।
বোনাসের উপর বোনাস হচ্ছে রেস্টুরেন্টে ওপেন ব্যলকনি আছে। সুন্দরী ধানমন্ডির ভিউটা দেখলেই মনটা জুড়িয়ে যায়। একদিন শুধু ধানমন্ডির রূপ দেখার জন্য সন্ধ্যার দিকে যাবো

image

image

রেটিং

Chicken Cashew Nut Salad
Taste : 9.5/10
Prize : 260 + VAT
Ron’s Chicken Submarine With French Fries & Coalslaw
Taste : 9/10
Prize : 220 + VAT
Service of GAME ON : 9/10
Environment of GAME ON : 10/10

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

The chips please...😀😀😀😀