আমার মত যারা এই বিয়ের মৌসুমে কাচ্চির দাওয়াত পাননি তাদের জন্য এই রিভিউ!!!!
মন খুবই খারাপ ছিল কারন এই বিয়ের মৌসুমে একটিও কাচ্চির দাওয়াত পাইনি ☹️। তাই কাচ্চি না খেতে পারার দুঃখ দূর করতে চলে গেলাম সুলতানস ডাইনে। এত মজার কাচ্চি খেয়ে দুঃখ যে ছিল তাই ভুলে গিয়েছিলাম। এক কথায় অসাধারণ খাবার অার মাংসগুলা একদম তুলতুলা😋।
আইটেম : কাচ্চি প্লেটার ১ ( কাচ্চি, বোরহানি,রোস্ট, বিফ রেজালা, জরদা/ফিরনি)
পরিবেশনঃ ৮/১০
টেস্ট : ৯/১০
দাম : ৬০০ টাকা ( নিমিষেই দুইজন পেট ভরে খেতে পারবেন)
Sultan's Dine