ভালোবাসার আরেক নাম মি. মানিক। ভালোবাসার কথা আসলেই মি. মানিক এর কথা আসবেই। আমার কাছে এই রেস্টুরেন্ট টা সবসময় ই পছন্দের প্রথম তালিকায়।
গিয়ে খেলাম বার্গারএবং ড্রিংক্স। বার্গারটা জাস্ট ওয়াও ছিলো। নরম, গরম, মাংসে ভরপুর ছিলো। খেয়ে আসলেই তিপ্তি পেয়েছি খুব। মন
ভরিয়েছে। সার্ভিস যথেচ্ছ ভালো। আর যায়গা পাওয়াটা একটু কষ্টের। যদিও ভালো যায়গায় এমনটাই হয়।
রেটিং :
Chicken Cheese Delecious Burger: (10/10)
Price : 265
Service: 9/10
Environment: 9/10
Overall: 9/10