Mr Manik food

in food •  7 years ago 

ভালোবাসার আরেক নাম মি. মানিক। ভালোবাসার কথা আসলেই মি. মানিক এর কথা আসবেই। আমার কাছে এই রেস্টুরেন্ট টা সবসময় ই পছন্দের প্রথম তালিকায়।
গিয়ে খেলাম বার্গারএবং ড্রিংক্স। বার্গারটা জাস্ট ওয়াও ছিলো। নরম, গরম, মাংসে ভরপুর ছিলো। খেয়ে আসলেই তিপ্তি পেয়েছি খুব। মন

image

ভরিয়েছে। সার্ভিস যথেচ্ছ ভালো। আর যায়গা পাওয়াটা একটু কষ্টের। যদিও ভালো যায়গায় এমনটাই হয়।
রেটিং :
Chicken Cheese Delecious Burger: (10/10)
Price : 265
Service: 9/10
Environment: 9/10
Overall: 9/10

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!