sweet vander

in food •  7 years ago 

মিষ্টিপ্রেমিদের জন্যঃ
ঢাকার অদূরেই খেয়ে আসতে পারেন গরম গরম হরেক রকমের মিষ্টি! যা কিনা আপনার চোখের সামনেই বানানো হবে।
এখানে পাবেন, ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি, মালাইকারি, রসমালাই, রসগোল্লা, চমচম, কালোজাম, চিনিজাম, ক্ষীরসা, রাজভোগ, ছানা আমিত্ত্বি, পান্তুয়া, জিলাপি, দই সহ হরেক রকম মিষ্টি!
সবগুলোরই দাম মোটামুটি কেজি প্রতি ১৫০ থেকে ২০০ টাকার মধ্যেই!

image

image

স্বাদঃ অনবদ্য
পরিবেশঃ যতই মন খারাপ থাকুক না কেনো, আশা করি চারপাশ ঘুরে দেখলে নিমিষেই চাঙ্গা হয়ে উঠবেন আপনি। বিস্তৃত খোলা জায়গা, হু হু বাতাস কিংবা নদীর পাড়ে প্রিয় বন্ধুর সাথে মনকরা চায়ের কাপে চুমুক; আর সাথে যদি কোরাল মাছ, রূপচাঁদা, চিংড়ী ফ্রাই থাকে নিশ্চিন্তে সেটা আপনার জন্য একটা অসাধারণ দিন হবে!
স্থানঃ নীলা বাজার, পূর্বাচল! কুড়িল বিশ্বরোড থেকে BRTC বাসে ১৫ টাকায় ভাড়ায় খুব সহজেই যেতে পারবেন সেখানে!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!