food cart..burger

in food •  7 years ago 

আমাকে কেউ আমার পছন্দের খাবারের লিস্ট করতে বললে প্রথমেই আমি যেটা বলব সেটা হল বার্গার। বার্গারের প্রতি ছোটখাট একটা নেশা আছে বলতে গেলে। যেখানেই ভাল বার্গারের কথা শুনি বা রিভিউ পড়ি সেখানেই দুবার না ভেবে দৌড়ানো অভ্যাস হয়ে গেছে। হোক সেটা টেকআউটের বা কোন ফুডকার্টের বার্গারের।
বাসার সামনে আজকে এই সুন্দর ছোট্ট কার্ট টা দেখলাম। খুব সম্ভব আজ ই চালু করেছে। মেনুকার্ড দেখে এফর্ড করা যাচ্ছে দেখে একটা চিকেন বার্গার অর্ডার করলাম। আমার সামনে বসেই বানিয়ে সার্ভ করল।
সত্যি বলতে, কোন কিছু খেয়ে অতিরিক্ত ভাল না লাগলে রিভিউ দেয়া হয়না। এই বার্গারটাও ঐ অল্প কিছু খাবারের একটা। এই বার্গারটার টেস্ট আর মান সেইম রেখে এটা কোন রেস্টুরেন্টে পেলে আমি বিনাদ্বিধায় ১০০ বা ১০০+ টাকা পে করতাম। কিন্তু এখানে এটার দাম ৬৫ টাকা। সত্যি বলতে খাবার আগে এত ভাল টেস্ট আশা করিনি ৬৫ টাকার বার্গার থেকে। আজ সময় না থাকায় বাকিকিছু টেস্ট করা না হলেও সামনে আরো যাব, এটুকু অবশ্যই বলব।
Food Cart : Mr Burpass

image

Item : Burpass Chicken Delight
Price : 65 TK
Bun : 7.5/10 (It was soft in a good way)
Patty : 9/10 (There were 2 small patties inside)
Sauce : 10/10 (This sauce is something else )
Overall : 9/10 (For a 65 tk burger this once nailed it)
এটা ধানমন্ডি শংকর প্লাজার উল্টোপাশে। ছায়ানট বিল্ডিং এর একদম পাশে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

burger amar o prio

This comment has received a 0.56 % upvote from @booster thanks to: @amirul.