#Negative_Review
#Baba_Rafi
আইটেমঃ তান্দুরি রাইস
দামঃ ১৫০ টাকা
টেস্টঃ ৬ /১০
পরিমাণঃ খুব ই কম।
বাবা রাফির স্বাস্থ্যকর , হালাল ওয়ে তে উৎপাদিত এন্ড আরও কতো কি, সারাদিন বসুন্ধরা সিটি তে এড দেখতে দেখতে ভাবলাম ট্রাই করা যাক একদিন ওদের উন্নতমান এর খাবার। সো লাঞ্চ করার জন্যে গেলাম ও। তান্দুরি রাইস এঁর অর্ডার এর পর প্যাকেট খুলে আমি হতভম্ব 😐😐😐, প্রথম এ ই পেলাম একটা চুল খাবার এর মধ্যে। এন্ড ওদের রাইস এর পরিমাণ এতো কম যে একটা ৭ বছর এর বাচ্চার খেয়ে ও পেট ভরবে কিনা (আমি পরিমাণ এ খুব বেশী খাই না) I Doubt , এইটুকু রাইস এন্ড চিকেন এর দাম ৫০ টাকা হওয়া উচিত ছিল। ডাকাতি করবে ভাল কথা তাই বলে এভাবে গলা কাটা ডাকাতি??? (আমি এর আগে ও বেশ কিছুদিন খেয়েছি কিন্তু ডে বাই ডে ওদের খাবার এর পরিমাণ খুব ই কমে যাচ্ছে)
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!