আমার স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।আজকে আমি আমার প্রিয় ব্লগ এ কি করতেছি তা আমার বন্ধুের জানাবো। ঘোরাঘুরি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।এটা হলো কচুরিপানা ফুল।এটা সাধারণত পুকুর ও ডুবাই, বড় বিল এ পাওয়া যায় । কচুরিপানা ফুল এটা পানিতে ভাসমান থাকে। এটা এটা মাটিতে জন্মগ্রহণ হয় না। তাই কচুরিপানা ফুল মানুষের বাড়িতে লাগায় না অন্য ফুলের মত। দেখতে কিন্তু সাধারণ একটি ফুল। আমার ফটোগ্রাফি কেমন লাগলো তা কমেন্ট করে যানাও বন্ধুগণ।
আশা করি সকলের আমার ফটোগ্রাফি ভালো লাগছে