আজকে শেয়ার করতে চলেছি আমার "প্রোফেসর শঙ্কু পার্ক" ঘোরার শেষ পর্বের ফোটোগ্রাফি । ষষ্ঠ এবং শেষ পর্বে এই পার্কের ষষ্ঠ অংশের ফোটোগ্রাফি তুলে ধরছি আজ । পিরামিড আকৃতির মহাকাশ যানের ঠিক পিছন থেকে এই অংশের শুরু । এই অংশটি আবার দু'টি অংশে বিভক্ত । একটা হলো "Solar System Place" এবং আরেকটি হলো "Wall Art Place" ।
সোলার সিস্টেম প্লেসটা দারুন । বিশাল একটা তোরণ পেরিয়ে ঢুকতে হয় এখানে । অনেকগুলি বসার জায়গা ঘিরে বেশ কয়েকটি অনুচ্চ স্তম্ভের মাথায় গোলাকার অনেকগুলি মাঝারি সাইজের বল । বলের ভিতরে লাইট । প্রতিটা বলের গায়ে আঁকা রং দেখে সেগুলো আমাদের সোলার সিস্টেমের কোন কোন প্ল্যানেট সেটা খুব সহজেই বোঝা সম্ভব ।
এখানে পুব দিকের পাশটায় অনেক গাছ পালা, ফুলের ঝোপ ঝাড় আছে । তবে এই স্থানে লাইট খুবই কম । সে জন্য এই স্থানে প্রেমিক প্রেমিকাদের ভীড় চোখে পড়ার মতো । প্রতিটা ঝোপ ঝাড় আর গাছ পালার আড়ালের বেঞ্চি দখল এদের দ্বারা । সাধ্য কি তাদের সামনে যাওয়ার । সব বেসামাল হয়ে রয়েছে জড়াজড়ি করে । বিশাল অস্বস্তিকর অবস্থায় পড়েছিলাম আমরা এখানে । তবে যাদের দেখে লজ্জা পেয়েছিলাম আমরা তারা কিন্তু একদম নির্লজ্জ, নির্বিকার ।
যাই হোক জায়গাটা একটু দ্রুত পায়ে পেরিয়ে গেলেই "Wall Art Place" টা পড়বে । এটাই শেষ পার্কের । এখানে টিনের শেড দেওয়া লম্বা টানা একটা জায়গা রয়েছে । পেছনে লম্বা দেওয়াল । দেওয়ালে অনেকগুলি বিশালকায় ছবি আঁকা রয়েছে । এই ছবিগুলো সবই হাতে আঁকা এবং প্রোফেসর শঙ্কুর বিভিন্ন কাহিনী থেকে তুলে আনা বিভিন্ন সব ঘটনার চিত্র । এখানেও অনেক গুলি গাছের নিচে বসার জায়গা আছে । জায়গাটা সুন্দর । নিরিবিলি সান্ধ্য সময় উপভোগ করার যথার্থ একটি প্লেস ।
সোলার সিস্টেম প্লেসে প্রবেশের তোরণ ।
তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৭ টা ১০ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এখানে দু'টি প্ল্যানেটের ছবি দিলাম । দেখুন তো চিনতে পারেন কি না ! প্রথমটি শনি আর দ্বিতীয়টি মঙ্গল গ্রহ ।
তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
দেওয়াল চিত্র । প্রোফেসর শঙ্কুর কাহিনী "কম্পু" থেকে নেওয়া একটি ঘটনার চিত্র । এই কম্পু কাহিনীতে সত্যজিৎ সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন্দ্র করে কল্পবিজ্ঞান রচনা করেন ।
তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৭ টা ২০ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
দেওয়াল চিত্র । প্রোফেসর শঙ্কুর কাহিনী "প্রোফেসর শঙ্কু ও চি চীঙ " থেকে নেওয়া একটি ঘটনার চিত্র ।
তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৭ টা ২০ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
দেওয়াল চিত্র । প্রোফেসর শঙ্কুর কাহিনী "আশ্চৰ্য প্রাণী " থেকে নেওয়া একটি ঘটনার চিত্র । এই কাহিনীতে ল্যাবরেটরীতে সর্বপ্রথম কৃত্রিম প্রাণের সৃষ্টি করতে সমর্থ হন শঙ্কু ও বিজ্ঞানী বোল্ট ।
তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৭ টা ২০ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
দেওয়াল চিত্র । এই চিত্রটি চিনতে পারিনি । খুব সম্ভবতঃ "মানরো দ্বীপের রহস্য" হবে ।
তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৭ টা ২০ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।