শুধুমাত্র জীবন উপভোগ কর (Do not chase happiness, enjoy your life)

in happiness •  4 years ago 

এক বৃদ্ব লোক গ্রামে বাস করতো | পুরো গ্রামবাসী তার উপর বিরক্ত ছিল , কারন বৃদ্ব লোকটি সবসময় মনমরা থাকতো , সবসময় অভিযোগ করতো এবং খারাপ মুডে থাকতো |

যতো দিন যায় , বৃদ্ব আরো কর্কশ ও তেতো হয়ে উঠে | তার কথা বার্তা আরো বিষাক্ত হয়ে যায় এবং গ্রামের লোকজন তাকে এড়িয়ে চলা শুরু করে |

কিন্তু যেদিন লোকটি ৮০ বৎসরে পা দিলো , একটি অস্বাভাবিক ঘটনা ঘটলো | তাৎক্ষণিক সবাই বলাবলি শুরু করলো যে , বৃদ্ব লোকটি আজ সুখী দেখাচ্ছে, হাসছে , কোন অভিযোগ নেই এবং তাকে খুব সতেজ দেখাচ্ছে !

গ্রামের সব লোক একত্র হয়ে বৃদ্বকে জিজ্ঞেস করলো ঘটনা কি ?

বৃদ্ব বললো : "বিশেষ কিছুই না | ৮০ বৎসর আমি সুখের তাড়া করেছি কিন্তু ফল কিছুই পাইনি | এরপর আমি সিদ্ধান্ত নিয়েছি সুখ ছাড়া বেঁচে থাকার এবং শুধুমাত্র জীবন উপভোগ করার | এজন্য আমাকে সুখী দেখাচ্ছে" !

(Moral of the story: Don't chase happiness, Enjoy your life)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!