happy birthday #hashtagsteemCreated with Sketch.

in hashtag •  7 years ago  (edited)

image.jpeg
শুভ জন্মদিন #হ্যাশট্যাগ
সংবাদ প্রচার, অধিকার আদায়, প্রতিবাদ - অনলাইনে নানা কাজেই ব্যবহার হয়েছে হ্যাশট্যাগ৷ অনেকেই এখনো মন থেকে মেনে নিতে পারেননি ইন্টারনেটের এমন অদ্ভুত এক চরিত্রকে৷ অতি এবং অপব্যবহার মাঝে মাঝে অনেকের বিরক্তির কারণও হয়ে ওঠে৷

আজ ১০ বছরে পা দিলো হ্যাশট্যাগ৷
শুরুতে অনেকেই # চিহ্নটি সংখ্যা বা পাউন্ড চিহ্নের বিকল্প হিসেবে ব্যবহার করতেন৷ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল ব্যবহারের ফলে এখন হ্যাশ আর শুধু চিহ্ন হিসেবে নেই৷ এটি পরিণত হয়েছে হ্যাশট্যাগে৷

তবে এই প্রস্তাবে সাড়া পেতে অপেক্ষা করতে হয় আরো প্রায় দুই বছর৷ ২০০৯ সালের ২ জুলাই টুইটার আনুষ্ঠানিকভাবে হ্যাশট্যাগে স্বয়ংক্রিয় হাইপারলিংকের ব্যবহারের ঘোষণা দেয়৷
আগের সব জনপ্রিয় গ্রুপ, যেমন Follow Fridays পরিবর্তন করে এক শব্দে হ্যাশট্যাগ দিয়ে #FollowFridays নামে ব্যবহার শুরু হয়৷ অন্য সব জনপ্রিয় আলোচনাও ধীরে ধীরে হ্যাশট্যাগের মাধ্যমে এক জায়গায় জড়ো হতে থাকে৷
২০১০ সালে ‘টুইটার ট্রেন্ডিং টপিকস' নামে একটি বিষয় প্রথম পাতায় যোগ করে৷ এর ফলে সবচেয়ে জনপ্রিয় আলোচনার বিষয়গুলি ব্যবহারকারীরা সহজেই হ্যাশট্যাগের মাধ্যমে দেখে নিতে পারেন৷

ফটো শেয়ারিং প্ল্যাটফরম ইনস্টাগ্রাম, যোগাযোগ মাধ্যম ফেসবুক, স্ন্যাপচ্যাট এবং গুগল প্লাসও লুফে নেয় হ্যাশট্যাগকে৷ ধীরে ধীরে ইংরেজির পাশাপাশি অন্য ভাষার ব্যবহারকারীরাও আগ্রহী হয়ে ওঠে হ্যাশট্যাগ ব্যবহারে৷
এখন অনেকেই হ্যাশট্যাগ ছাড়া কোনোকিছু শেয়ার করার কথা ভাবতেই পারেন না৷

আলোচিত এক হ্যাশট্যাগের কথা
দুই শতাধিক ছাত্রী অপহরণ
জঙ্গি গোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়ার একটি স্কুল থেকে প্রায় দুই শতাধিক ছাত্রীকে অপহরণ করে৷ ঘটনা ঘটে ১৪ এপ্রিল৷ তার একদিন পর সেটা নিয়ে রিপোর্ট করে এএফপি৷ কিন্তু তখনও বিষয়টা বিশ্বের নজর কাড়তে পারেনি৷ পরে টুইটারে শুরু হয় বহুল আলোচিত #bringbackourgirls বা ‘আমাদের মেয়েদের ফিরিয়ে আনো’ প্রচারণা৷

আলোচিত এক হ্যাশট্যাগের কথা
প্রচারণার যেভাবে শুরু
এর অন্যতম উদ্যোক্তা হাদিজা বালা উসমান এএফপিকে বলেন, এত বড় একটা অপহরণের ঘটনা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে না পারায় তিনি ও তাঁর ছয় বন্ধু সেটা প্রচারের উপায় খুঁজতে শুরু করেন৷ এভাবেই প্রচারণার শুরু৷

আলোচিত এক হ্যাশট্যাগের কথা
গুরুত্বপূর্ণ ব্যক্তির সহায়তা
প্রচারণায় গতি আনতে উসমান’রা তাঁদের অনলাইন আলোচনায় বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ওবিয়াগেলি এজেকওয়েসিলিকে যুক্ত করেন৷ তিনি বিষয়টা শেয়ার করেন তাঁর প্রায় দেড় লক্ষ টুইটার অনুসারীর সঙ্গে৷ এভাবেই অপহরণের সংবাদটি সবার আলোচনার মাঝে চলে আসে৷

আলোচিত এক হ্যাশট্যাগের কথা
মিশেল ওবামা
হ্যাশট্যাগ প্রচারণায় যে কাজ হয়েছে এই ছবি তার প্রমাণ৷ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা ছবিটি তুলে টুইটারে পোস্ট করেছেন৷ সঙ্গে লিখেছেন, ‘‘নাইজেরিয়ার অপহৃত ছাত্রী ও তাদের পরিবারের জন্য রইলো শুভকামনা৷’’

আলোচিত এক হ্যাশট্যাগের কথা
হিলারি ক্লিন্টন
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ছাত্রী অপহরণের ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যায়িত করেছেন৷

আলোচিত এক হ্যাশট্যাগের কথা
মালালা ইউসুফজাই
হ্যাশট্যাগ প্রচারণায় যোগ দিয়ে মালালা অপহৃত ছাত্রীদের নিজের ‘বোন’ বলে সম্বোধন করেছেন৷

আলোচিত এক হ্যাশট্যাগের কথা
অ্যাঞ্জেলিনা জোলি
অপহরণের ঘটনা সম্পর্কে ফ্রান্সের একটি টেলিভিশনকে জোলি বলেন, ‘‘আমি খুবই বিরক্ত, ক্ষিপ্ত....এরকম একটা কাজ যে কেউ করতে পারে, তা সত্যিই আমার কল্পনার বাইরে৷’’

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!