this is my last call. i will go to Allah
এটি আমার শেষ ফোন কল, আমি আল্লাহর কাছে যাচ্ছি...'
রাফির লাশ কাঁধে গ্রামবাসী
বিদ্রোহী দমনের নামে ভারতীয় বাহিনী কাশ্মির বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষককে হারিয়ে শোকে স্তম্ভিত হয়ে পড়েছেন শিক্ষার্থীরাও। অধ্যাপক রাফির লাশের পাশে দাঁড়িয়ে থেমে থেমে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় তাদেরকে।
রোববার দক্ষিণ কাশ্মিরে বিদ্রোহী দমনের নামে পরিচালিত অভিযানের সময়ে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হন ৩৩ বছর বয়সী অধ্যাপক রাফি ভাট। কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চুক্তিভিত্তিক সহকারী অধ্যাপক ছিলেন তিনি। কাশ্মির পুলিশের দাবি, রাফি কাশ্মিরের সবচেয়ে সক্রিয় স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদীনে যোগ দিয়েছিলেন। এ সংগঠনটিকে বিদ্রোহী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে থাকে কাশ্মির পুলিশ।
রাফি ভাটের বাড়ি মধ্য কাশ্মিরের গন্দেরবাল জেলার চুন্দিনা এলাকায়। রোববার সন্ধ্যায় হাজারো শোকাহত মানুষ তার বাড়িতে জড়ো হন। শিক্ষার্থীরাও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় শিক্ষকের লাশ দেখার জন্য তার বাড়িতে অপেক্ষা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা রাফির বুলেটবিদ্ধ লাশ বাড়িতে নিয়ে আসেন। তৈরি হয় এক আবেগঘন পরিবেশের। প্রতি ১০ মিনিট পরপর একেকজন শিক্ষার্থী তাকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন।
Hi
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit