Standing in front of a historical false - "ঐতিহাসিক মিথ্যের সামনে দাঁড়িয়ে" [Dual Language Post]
image source & credit goes to : here
Sometimes, we learn to believe such words very easily which we listen a lot of times from far distance. One Day these words become true to us. But, standing face to face with that truth, the real truth becomes lightened.
দূর থেকে অনেক কথা বার বার শুনতে শুনতে সে কথাগুলি আমরা সহজে বিশ্বাস করতে শিখি। একসময় সে কথাগুলি সত্যি হয়ে উঠে আমাদের কাছে। কিন্তু সেই সত্যের মুখোমুখি দাঁড়িয়ে জানা যায় আসল সত্যিকে।
As I learnt, that the common word about The Mughal Emperor Shah Jahan is actually false. It is heard that after the completion of Taj Mahal, Emperor Shah Jahan cut off the hands of the labourers. This is totally false. But still in modern era, in the film “KRRISH”, when Dr. Aryan climbed up the stairs to kill Rohit, we heard the false fact about Emperor Shah Jahan as a dialogue delivered by him.
যেমন জানলাম সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করার পর কারিগরদের হাত কেটে নেওয়ার কথাটা পুরোপুরি মিথ্যে। অথচ কৃশ ফ্লিমটিতেও রোহিতকে মারার জন্য যখন ডক্টর আরিয়ান সিড়ি দিয়ে উঠে আসে তখন তার মুখে শোনা যায় তথাকথিত মিথ্যে সত্যটি।
Mughal Emperor Shah Jahan
image source & credit goes to : here
Actually, as long as the people will be kept unknown about the truth it will be easier for the capitalist society to take benefit of it. The truth I come to know by interacting with the hereditary of the labourers of Taj Mahal is that it was Shah Jahan’s desire to build The Black Taj as his tomb. Some days after completing the basement of Black Taj,
আসলে সাধারণ মানুষকে সত্যি জানা থেকে যত দূরে রাখা যাবে তত সহজে তাদের মাথায় নুন রেখে কুল খেতে সুবিধা হয় পুজিবাদী সমাজের। যে সত্যিটা জানলাম তা হল সম্রাট শাহজাহানের ইচ্ছে ছিল তাঁর সমাধি হোক ব্ল্যাক তাজমহলে যার ভিত্তি স্থাপনের কিছু দিন পর ঔরঙ্গজেব ক্ষমতা দখল করে নেন। তাজমহলের শ্রমিকরাই ব্ল্যাক তাজের কাজ করছিল।
Great Sculpture Taj Mahal
image source & credit goes to: here
Aurangzeb usurped the throne. The labourers of Taj Mahal Mahal were also working for the establishment of the Black Taj Mahal. Aurangzeb threatened them that if they continued the work according to the command of Shah Jahan, their hands will be cut down. In fact, nobody’s hand were cut. I don’t know whether anymore truth is concealed behind this. So till the born of any new truth about the topics, let’s move on with this truth…
ঔরঙ্গজেব সেই শ্রমিকদের ভয় দেখিয়েছিলেন যদি তারা শাহজাহানের হুকুম অনুসারে ব্ল্যাক তাজের কাজ চালু রাখে তাহলে তাদের হাত কেটে নেওয়া হবে। আদতে কারো হাতই কাটা হয় নি। জানি না এই সত্যির পেছনেও আরো অনেক অনেক সত্যি আছে কিনা। কিন্তু যতদিন সেটা না জানছি ততদিন এই সত্যি নিয়েই চলা যাক।