Some key dates in the history of Bangladesh:

in history •  6 years ago  (edited)

_85979201_bangladesh_indian_troops_g.jpg
1947 - ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ভারতে শেষ হয়। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অন্তর্গত একটি মূলত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ভারতের উভয় পাশে। ভারতীয় প্রদেশের 1,500 কিলোমিটার এলাকা থেকে দুই প্রদেশ একে অপরের থেকে আলাদা হয়ে যায়।

1971 - নয় মাস যুদ্ধের পর স্বাধীনতা, ভারত পাকিস্তান দিয়ে বাঙালি জাতীয়তাবাদীদের সমর্থন করে।

1973 - প্রথম সংসদীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভূমিধস বিজয় দেয়।

1975 - সামরিক অভ্যুত্থান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করে বেসামরিক শাসনের অবসান ঘটানো।

1979 - দ্বিতীয় সংসদীয় নির্বাচনে সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় অধিষ্ঠিত হয়।

1981 - খালেদা সামরিক অভ্যুত্থানের সময় জিয়াউর রহমান হত্যা

198২ - জেনারেল এরশাদ সেনাবাহিনীর অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণ করেন। তিনি সংবিধান ও রাজনৈতিক দলগুলিকে স্থগিত করেন।

1991 - সরকার একটি সংসদীয় সরকার ফিরে আসে সরকার।

2014-17 - ব্লগার, নাস্তিক ও ধর্মনিরপেক্ষ বুদ্ধিজীবীদের বিরুদ্ধে ইসলামপন্থীদের দ্বারা উচ্চ প্রফাইল সহিংসতার প্রচারণার মুখোমুখি বাংলাদেশ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!