picture 01
এই ছবিটি একটি সেগুন গাছের। সেগুন গাছ বরাররই আমার পছন্দের। এর উচ্চতা, বড় আকৃতির পাতা সহজেই মানুষের দৃষ্টি কেড়ে নেয়। এই ছবিটিতে সেগুন গাছের নিচ থেকে উপরের ভিউ দেখানো হয়েছে।
picture 02
আকাশের রং যখন পানিতে মিশে, কি সুন্দরই না দেখায় তখন! কোন এক সন্ধ্যায় ছবিটি তুলা হয়েছিলো। বর্ষাকালে আমাদের দেশের গ্রামগুলোতে এমন দৃশ্য সচরাচর দেখা যায়। ধানের ক্ষেতগুলো একসময় কানায় কানায় বর্ষার পানিতে ভরে উঠে।
picture 03
এই ছবিটি সূর্যাস্তের সময় তোলা। শীতে যখন গাছের পাতা ঝড়ে যায়, তখন গাছ অনেকটা প্রাণহীন লাগে। সূর্য যেন এই প্রাণহীন গাছে প্রাণের সঞ্চার করছে।
USED DEVICE ~ XIAOMI MI A2
Location : Dhanbari, Tangail
- thanks @msharif for arranging this contest.