- আসসালামু 'আলাইকুম।
সকলেই কেমন আছেন?
আমি @mazharul002 বাংলাদেশ থেকে
আজকে আমি বেস্ট অফ বাংলাদেশ কমিউনিটিতে ফেভারিট বুক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। - এটি একটি ভাল প্রতিযোগিতা কারণ এর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বই সম্পর্কে আমরা জানতে পারব।
অভিযাত্রী
What is the subject of this book?
প্রথমে আমাদের জানা দরকার এই বইটির বিষয় কি। বিশ্ববিদ্যালয় বিসিএস সহ যেকোনো পরীক্ষার জন্য এই বইটি অনেক বেশি সহযোগিতা করে থাকে। এই বইটিতে বাংলা ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এখানে রয়েছে বাগধারা, সমার্থক শব্দ,বিপরীত শব্দ, বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ ,পারিভাষিক শব্দ,অনুবাদ,প্রায় সমোচ্চারিত শব্দ ,প্রবাদ-প্রবচন,একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ।
এই বিষয়গুলি সম্পর্কে একজন ছাত্র ভালোভাবে জানতে পারলে ব্যাকরণের অনেক কিছুই সে শিখে ফেলতে পারবে তাই এ বইটি প্রতি ছাত্র জন্য গুরুত্বপূর্ণ।
মোঃ আবু বকর সিদ্দিক
MBA,BBA
Department of Marketing
University of Dhaka
বিষয় | নাম |
---|---|
প্রথম সংস্করণ | জুন ২০১৫ |
দ্বিতীয় সংস্করণ | জুলাই ২০১৬ |
মূল্য | ১৫০ টাকা |
প্রকাশক | আইকন প্লাস প্রকাশনী |
প্রচ্ছদ ও অলংকরণ | আ ন ম মাহবুব |
বর্ণ বিন্যাস | সোহরাব হোসেন শামীম |
বইটি আমার কাছে অনেক ভাল মনে হয়েছে। বইটিতে বাংলা ব্যাকরণ এর অনেক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেকোনো পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য এই বইটি পড়া যেতে পারে। বইটির আরেকটি ভালো দিক হচ্ছে এর দাম মাত্র 150 টাকা।
বইটিতে মোট 188 টি পৃষ্ঠা রয়েছে। লেখাগুলো উজ্জ্বল এবং পরিষ্কার করতে অনেক সুবিধা। ব্যাকরণের বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আলাদা আলাদা ছক আকারে।
তাই সব কিছু দিক বিবেচনা করে এই বইটি আমার কাছে ভালো লেগেছে।
Hi, @mazharul002,
Thank you for your contribution to the Steem ecosystem.
The @ecosynthesizer Curation Team,
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit