ঘূর্ণিঝড় ইয়াশ (Yass বা Yash) এর ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে কিছু করণীয়:
(১) রেডিও / টেলিভিশন / প্রশাসনিক ঘোষণার প্রতি সজাগ থাকুন।
(২) শুকনো খাবার যেমন চিড়ে, গুড়, মুড়ি, ছাতু, নুন, চিনি, গুঁড়ো দুধ, শিশুখাদ্য পলিথিন প্যাকেটে ভরে রাখুন।
(৩) প্রয়োজনীয় কাগজ-পত্র, কিছু টাকা-পয়সা পলিথিনে মুড়ে হাতের কাছে রাখুন।
(৪) ফার্স্ট এইড যেমন ডেটল, ব্যান্ড-এইড, লিউকোপ্লাস্ট, ওআরএস, বিটাডাইন অয়েন্টমেন্ট, পেট খারাপ এবং জ্বর সর্দির ওষুধ, নিজের প্রয়োজনীয় ওষুধ, জিওলিন বা হ্যালোজেন এর একটা শিশি, নিওস্প্রিন পাউডার, তুলো, গজ ইত্যাদি পলিথিনে ভরে হাতের কাছে রাখুন।
(৫) টর্চে নতুন ব্যাটারি ভরে রাখুন। এক্সট্রা ব্যাটারি পলিথিনে মুড়ে সাথে রাখুন। মোমবাতি, দেশলাই পলিথিনে মুড়ে রাখুন। হ্যারিকেন, চিমনি, কুপি, লম্ফো - সব রেডি করে জড়ো করে রাখুন, বিদ্যুৎ চলে গেলে কতক্ষণে আসবে বলা মুশকিল।
(৬) ফোন ফুল চার্জ করে রাখুন। কোনও ফিচার ফোন থাকলে সেটি ব্যবহারের উপযোগী করে রাখুন।
(৭) পাওয়ার-ব্যাংক / ইমারজেন্সি লাইট / ইনভার্টার ফুল চার্জ করে রাখুন।
(৮) প্রয়োজনীয় কিছু ফোন নম্বর / প্রশাসনিক নম্বর কাগজে লিখে পলিথিনে মুড়ে হাতের কাছে রাখুন। বিপর্যয় মোকাবিলা, দমকল, অ্যাম্বুলেন্স, ইলেক্ট্রিসিটি রিপেয়ারিং ভ্যানের নম্বর লিখে রাখুন।
(৯) কাগজে নিজের পুরো নাম, পুরো ঠিকানা বাংলা এবং ইংরেজিতে লিখে পলিথিনে মুড়ে জামা / প্যান্টের পকেটে রাখুন। বাড়িতে বাচ্চা থাকলে অভিভাবকের তথ্য এভাবে লিখে জামা / প্যান্টে সেফটিপিন দিয়ে আটকে দিন।
(১০) অতিরিক্ত খাওয়ার জল ভরে রাখুন।
(১১) বাড়ির জলের ট্যাঙ্ক পুরো ভরে রাখুন। ট্যাঙ্কের ঢাকনার ওপর ইঁট চাপিয়ে রাখুন।
(১২) যারা উপকূল অঞ্চলের কাছে থাকেন বিশেষ করে গ্রামের দিকে, তাঁরা নিজের বাড়ির অবস্থা বিচার করুন এবং সেখানে ভরসা না পেলে পঞ্চায়েত প্রধানদের সাথে কথা বলে অন্যত্র সরে যান।
(১৩) বড় স্কুলবাড়ি, ধর্মীয় উপাসনা স্থল, যেখানে শক্ত ভিতের বিল্ডিং আছে সেখানে সরে যাবেন, মনে রাখবেন বিল্ডিং বড় হয়ে লাভ নেই, ভিত বা ফাউন্ডেশন ও দেওয়াল মজবুত হওয়া প্রয়োজন। সাইক্লোন-শেল্টার যদি থাকে সেখানে চলে যান।
(১৪) হাই ভোল্টেজ তার, সাধারণ বিদ্যুতের তার, ট্রান্সফরমার, বড় গাছ বা খুঁটির এলাকা থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন। ঝড় চলে যাওয়ার পরও বেরোতে হলে সতর্ক থাকুন।
(১৫) রেডিও থাকলে সেটা অবশ্যই রেডি করুন, ওই একটা জিনিস মোটামুটি সব যোগাযোগ ভেঙে পরলেও কাজে আসে। কারোর কাছে ওয়াকি-টকি সেট থাকলে জেলার বিপর্যয় মোকাবিলা দফতরের সাথে কথা বলে সেটার ফ্রিকোয়েন্সি টিউন সেট করে নিন।
(১৬) টিনের চাল, বাঁশের বেড়া, এগুলোকে যদি কোনোভাবেও সম্ভব হয় মাটির সাথে মজবুত করে আটকানোর ব্যবস্থা করুন। ঝড়ে এগুলো উড়ে গিয়ে অন্যের বিপদ বানায়, বিপদ আপনারও হতে পারে।
(১৭) ছাদে বা খোলা বারান্দায় গাছপালা থাকলে অবশ্যই সেগুলোর টবগুলো শুইয়ে রাখুন, অথবা সিঁড়িতে বা ঘরের এক কোণে রাখুন।
(১৮) ইলেকট্রিক সাপ্লাই দপ্তরের ফোন নম্বরের পাশাপাশি নিজের কনজিউমার নম্বর (বিলে পাবেন) এবং বাড়ির নিকটবর্তী ইলেকট্রিক পোলের গায়ে লেখা নম্বরটি নোট করে হাতের কাছে রাখুন।
(১৯) কোভিড বিধি মেনে চলুন।
(২০) পাশাপাশি পাড়া থেকে পাশাপাশি গ্রাম, নিজেদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ বজায় রেখে চলুন।
বন্ধুদের সকলের সুস্থতা ও নিরাপত্তা কামনা করি
খুবই সুন্দর একটা পোস্ট। ইয়াশ সম্পর্কিত একটা ফটো সংযোগ করলে ভালো হতো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় @eh-shohag ভাই, অনেক ধন্যবাদ আমার পোস্টের ব্যাপারে আপনার উৎসাহব্যাঞ্জক মতামত দেওয়ার জন্য। পোস্টে ইয়াশ সম্পর্কিত কোনও ফটো সংযোগ করলে পোস্টটি সহজে আরও বেশি সহ সদস্যদের নজরে পড়তো - এ ব্যাপারে আমি আপনার সাথে একমত। আমার নিজের তোলা ছবি না থাকায় কপিরাইট সংক্রান্ত সমস্যা হতে পারে ভেবে কোনও ছবি দিই নাই।
তবে ভবিষ্যতে অবশ্যই ছবি সহ পোস্ট করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit