Better life ♦The dairy game ♦Date-14:04:2021♦

in hive-100937 •  4 years ago 

আস সালামু আলাইকুম। আমি মোঃ সোহান। ফ্রম @sohanbd. আজকে আমি আমার ডাইরি গেইম পোস্ট করতে যাচ্ছি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে শুরু করা যাক।

সকাল

চলে এসেছে রমজান মাস। আমাদের মুসলমান জাতির জন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে আমরা ত্রিশটি রোজা রাখি।

রোজা রাখার জন্য আমি রাত ৩ টায় আমি ঘুম থেকে উঠে প্রথমেই আমি ফ্রেস হতে যায়।ফ্রেশ হয়ে রুমে ফিরে আসি। এরপর আমি সেহরি খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। সেহরির খাবার মেনুতে ছিল মাছ রান্না এবং সাথে ভাত, পটল ভর্তা,ডিম ভাজি। সেহরির খাবারটা আমি অনেক তৃপ্তি সহকারে খেয়েছি।

এরপর আমি কিছু সময় রেস্ট নিয়ে ফজরের নামাজ পড়তে যাই। ফজরের নামাজ পড়া শেষ করে রুমে আসি আসি এবং বেশকিছু সময় ঘুমিয়ে আটটা থেকে নয়টা দিকে আমি ঘুম থেকে উঠি।

দুপুর

দুপুরে আমি আমাদের পুকুরে গোসল করি। দুপুরের গোসল শেষে বাসায় আসি।বাসায় এসে ফজরের নামাজের প্রস্তুতি নিয়ে নামাজ পড়তে যাই নামাজ পড়া শেষ করে বাসায় ফিরে আসে বাসায় ফিরে কোন কাজ না থাকায় আমি আমার স্টিম আইডিতে একটা পোস্ট করি।এর পর বেশ কিছু সময় ঘুমিয়ে আমি আসরের নামাজের আগে ঘুম থেকে উঠি।

1618330480656-01.jpeg

ছবিতে আপনারা দুই-তিনটি খেলনা গিটার দেখতে পাচ্ছেন। এগুলো মূলত প্লাস্টিকের তৈরি। খেলনা গুলো একটি দোকানে সাজানো অবস্থায় ছিল। আমি যখন লালন শাহ মাজার ঘুরতে গেছিলাম। সেখানকার একটি দোকানে খেলনা গুলো দেখতে পেয়েছিলাম। তখন আমি এখানে গুলো ছবিতে তুলেছিলাম।

w3w:https://w3w.co/contributor.originals.facsimiles

1618330644046-01.jpeg

ছবিতে আপনারা অনেকগুলো হুকো দেখতে পাচ্ছেন। যেগুলো মূলত নারিকেলের মালয়, কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে। এর সাহায্যে মূলত গাজা খাওয়া হয়। এগুলো মূলত বড় বড় সৌখিন লোকেরা ব্যবহার করে থাকেন। তাছাড়া লালন শাহের মাজারে আসা বিভিন্ন ধরনের ফকির মানুষ এগুলো ব্যবহার করে থাকেন। দেখতে খুবই সুন্দর যার কারণে ছবিটি তুলেছে।

w3w:https://w3w.co/contributor.originals.facsimiles

1618330602283-01.jpeg

আপনারা বেশ কয়েকটি পলা দেখতে পাচ্ছেন। এই পলা গুলো মূলত বাঁশের কাঠি দ্বারা তৈরি করা হয়েছে। এগুলো দোকানে বিক্রি করা হচ্ছে। এই পলাগুলো সাহায্যে মাছ ধরা হয়। এগুলো মূলত খেলনা।এগুলো দিয়ে ছোট বাচ্চারা খেলা করে থাকে। এই ছবিটি আমি লালন শার মাজার থেকে তুলেছিলাম।

w3w:https://w3w.co/contributor.originals.facsimiles

1618327218750-01.jpeg

ছবিতে লালন ফকিরের পাঁচটি মূর্তি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তগুলো একটি দোকানে বিক্রি করা হচ্ছে। এই মুহূর্তগুলো মূলত কাঠের তৈরি বানানো। আমাদের দেশের কাঠমিস্ত্রিদের হাতের কাজ দেখলে বোঝা যায় তারা কতটা সৌখিন এবং কতটা কাজের প্রতি পারদর্শি। মূলত আমি লালন শার মাজার যখন ঘুরতে গিয়েছিলাম তখন বলেছিলাম।

w3w:https://w3w.co/contributor.originals.facsimiles

1618327261326-01.jpeg

ছবিতে আপনারা অনেকগুলো কাঠের তৈরি জাহাজ দেখতে পাচ্ছেন। এগুলো মূলত খেলনা জাহাজ। জাহাজ গুলো একদম আমাদের পুরাতন আমলের একটি জাহাজের মতন করে তৈরি করা হয়েছে। যার অনেকগুলো পাল রয়েছে। এগুলো দেখতে খুবই সুন্দর এবং এটি একটি দোকানে সাজানো অবস্থায় ছিল। তখন আমি এর ছবিটি তুলেছিলাম।

w3w:https://w3w.co/contributor.originals.facsimiles

বিকাল
আসরের নামাজের আজান হলে আমি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে নামাজ পড়তে যাই। নামাজ পড়া শেষে আমি আমার চাচার বাড়িতে কিছু সময় আড্ডা দেই। এরপরে আমি আমার একটি ঘুড়ি নিয়ে মাঠে যায়। যেখানে আমি এবং আমার ভাতিজা মিলে ঘুরি উড়ায় এবং সন্ধ্যার আগ মুহূর্তে আমি বাসায় ফিরে আসি।

সন্ধ্যা

বাসায় ফিরে আমি ইফতারের আগে মেসওয়াক করি। মেসওয়াক করার পর ইফতারের প্রস্তুতি গ্রহণ করে এবং ইফতারের জন্য যে সমস্ত আয়োজন করার ছিল সেগুলো হলো আলুর চপ, বেগুনি চপ, ছোলা রান্না, বুদিয়া ভাজি, মুড়ি এবং বিভিন্ন ধরনের সরবত সাথে ছিল খেজুর।

আমার জন্য ছিলো ইসবগুলের ভুষি এবং মিশ্রির পানি। এগুলো খাওয়ার পর আমি মাগরিবের নামাজের জন্য মসজিদে যায় এবং নামাজ শেষ করে বাসায় ফিরে আসে বেশ কিছু সময় রেস্ট নিয়।

এরপরে এশার আযান দিলে আমি এশার নামাজের জন্য বাইরে বের হয় এবং মসজিদে এশার নামাজ পড়ি। তারপর এশার নামাজের সাথে তারাবির নামাজও পড়ি। নামাজ শেষে বাসায় এসে রাতের খাবার খায় ।

রাতের খাবারের পর আমি বেশ কিছু সময় জেগে থাকি।১১ দিকে আমি ঘুমিয়ে পড়ি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

👌👌