একগুচ্ছ অণুকবিতা "এলো কথার টুকরো স্মৃতি"

in hive-101145 •  3 years ago 




Copyright-free Image source : Pixabay


এলো কথার টুকরো স্মৃতি



💘


♡ ♥💕❤

কোনোদিন না দেখেও তোমায়
ভালোবেসেছিলাম ।
কোনোদিন না ছুঁয়েও
তোমার স্পর্শসুখে ধন্য ভেবেছিলাম ।
তারপরে কেটে গেছে কত রাত,
কত দিন ।
তবুও, তোমার প্রতি অনুরাগ,
হলো না কখনো
আজও তো অমলিন ।


হাজার তারার ভীড়ে আকাশ যেমন একা,
নাগরিক জীবনে আমিও তেমন;
লক্ষ মানুষের ভীড়ে আজ,
হৃদয় আমার ফাঁকা ।



ক্যাকটাস, কাঁটার মুকুট পরা,
কাঁটার আড়ালে নরম, অতি নরম.
স্নেহময় তার হৃদয় ।



সময় কত দ্রুত চলে যায়,
তোমার আমার প্রেমের স্মৃতি
আজ বিবর্ণ ক্যানভাসে ঝাপসা হয়ে রয় ।


রক্তিম আকাশ, চাঁদিয়াল ঘুড়ি,
শেষ বিকেল, রঙিন কাঁচের গুলি ।
আর ?
জলফড়িং ।



আমার কবিতার কথাগুলি সহজ,
তোমার আমার মুখের ভাষা ।
কঠিন কঠোর সুন্দর শব্দ রয়ে যায় অধরা ।
কঠিন শব্দ পুরুষের সাজে,
সহজ শব্দ কোমলপ্রাণা ললনা হৃদয় তরে ।



আমার মাথার এলোমেলো চিন্তাগুলি
যখন কবিতার শব্দে বাঁধা পড়ে,
তখন লজ্জা আমায় আঁকড়ে ধরে ।

বলে, খবরদার, প্রকাশ করিস না ।
বলি আমি "জানো না ?"
"ক্ষুদ্র আমি, তবুও তো ভালোবাসি কবিতা" ।

♡ ♥💕❤



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!