Some advanced equipment used in my work place

in hive-102306 •  4 years ago 

Hello friends, how are you all? I hope you are all well and healthy. By your prayers and God's infinite mercy, I am also well.

I am Imran staying in Malaysia. You know I work in a construction company. Today I will share with you about my work place and the equipment used.

IMG20210228153553.jpg

I hope you are all aware that Malaysia is a developed country in South Asia. It is basically a Muslim country but people of different religions live together here. There is no difference between the two. In fact, Malaysia is a peaceful country.

IMG20210228153553.jpg

So friends, when the country is developed, everything gets a touch of improvement as I work on the construction side. This project is being built on 70 acres of land. It can be said that it is equal to a small village in our country. In fact, it takes two years to get the job done. I hope the work will be completed in time inshallah.

IMG20210228153535.jpg

Because the machinery used here would have taken 10 years if it had been done by human beings but due to the advanced machinery 100 days of work is being done in one machine in an instant. In fact, where our world is today.

IMG20210228153557.jpg

We can say that today we have gone far beyond civilization due to which we can easily complete the tasks with the help of advanced equipment by utilizing the talents of the people with little effort.

IMG20210228153619.jpg

You can see that the AC machine can be used for various purposes starting from digging the soil. It can be used in all conditions of sun and rain.

Because of this Hitachi machine, our share of troubles has been reduced a lot. The machine in the ear can easily do difficult tasks. With very fast paced.

IMG20210228153625.jpg

So we should not forget about the progress of science because it is because of science that we have reached the high peak of progress today.

So friends, all the best, stay healthy and if there is any mistake in my writing, I hope everyone will look at it with forgiveness. So far today, Allah is Hafez.

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।

আমি ইমরান মালয়েশিয়াতে অবস্থান করছি। আপনারা জানেন আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি। আজ আমি আমার কাজের জায়গা এবং ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব।

আশা করি আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়া একটি দক্ষিণ এশিয়ার উন্নত দেশ। এটি মূলত মুসলিম কান্ট্রি কিন্তু এখানে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করে। কারোর মধ্যে কোন ভেদাভেদ নেই। আসলে সত্য মালয়েশিয়া একটি শান্তিপ্রিয় দেশ।

তো বন্ধুরা দেশ যখন উন্নত হয় তার পাশাপাশি সবকিছুই উন্নতির ছোঁয়া পায় যেমন আমি কনস্ট্রাকশন সাইডের কাজ করি এই প্রজেক্টটা মূলত 70 একর জমির উপর নির্মিত হচ্ছে। বলা যায় আমাদের দেশের ছোট একটি গ্রামের সমান। আসলে পুরা কাজটা শেষ করার জন্য দুই বছরের কন্টাক আছে। আশা করি সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা সম্ভব হবে ইনশাল্লাহ।

কারণ এখানে যেসব যন্ত্রপাতি দিয়ে কাজ করা হয় এগুলো যদি মানুষের দ্বারা করা হতো তাহলে কাজটি 10 বছর লেগে যেত কিন্তু উন্নত যন্ত্রপাতির কারণে 100 দিনের কাজ একটি মেশিনে নিমিষেই করে ফেলছে। আসলে আমাদের পৃথিবী আজ কোথায় এগিয়ে গেছে।

আমরা বলতেই পারি আজ আমরা সভ্যতার অনেক উপরে চলে গেছি যার কারণে অল্প কষ্ট মানুষের মেধাকে কাজে লাগিয়ে উন্নত যন্ত্রপাতি দ্বারা সহজেই আমরা কাজগুলো শেষ করতে পারছি।

এসি মেশিন টা দেখছেন এটি দ্বারা মাটি খনন করা থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এটির রোদ বৃষ্টি সমস্ত অবস্থায় এটিতে কাজ করানো সম্ভব।

এই হিটাচি মেশিনের কারণে আমাদের কষ্টের ভাগও অনেকটা কমে গেছে কানে মেশিন টা কঠিন কাজ গুলোকে সহজেই করে ফেলতে পারে। খুব দ্রুত গতিসম্পন্ন সাথে।

তাই বিজ্ঞানের অগ্রগতির কথা আমাদের ভুলে গেলে চলবেনা কারণ বিজ্ঞানের ফলেই আজ আমরা উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পেরেছি।

তো বন্ধুরা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর আমার লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!