Image edited by Adobe
সবার প্রথমে আমি @sduttaskitchen ম্যাডামকে ধন্যবাদ জানাতে চাই এই প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। Shine with Steem কমিউনিটি স্টিমিট এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন ১৮ এর প্রথম সপ্তাহের প্রতিযোগিতার জন্য দারুন একটা বিষয়বস্তু নির্বাচন করেছে। আসুন তবে আর দেরি না করে সংগীত বিষয়ে আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করি।
আমার কাছে সংগীত হলো জীবনের পরিপূরক। সুখে-দুঃখে, হাসি-কান্নায়, মিলনে-বিরহে আমি সবসময় সংগীতকে আঁকড়ে ধরি। ভালোবাসার মানুষ সবাই আমাকে ছেড়ে একে একে চলে গেছে, কেউ এই দুনিয়া ছেড়ে আর কেউ সম্পর্ক ছেড়ে। একমাত্র সংগীত আর আমি পরস্পরকে কোনোদিন ছেড়ে যাইনি আর কোনোদিন ছেড়ে যাবো না। আমার জীবনে এমন কোনো দিনের কথা আমি মনে করতে পারছি না যেদিন আমি কোনো গান শুনিনি। শুধু জীবনে এগিয়ে চলার পথে নয়, আমার বাঁচার জন্য সংগীত মস্ত বড় এক অবলম্বন।
লতা মঙ্গেশকার এবং কিশোর কুমারের গাওয়া আঁধি সিনেমার এই ডুয়েট গানটি “তেরে বিনা জিন্দেগি সে কোই শিকবা নেহি” আমার বড়ই পছন্দের। এই গানটি শোনার সময় আমার যেসব প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেছে স্বেচ্ছায় বা অনিচ্ছায়, তাদের কথা খুব মনে পড়ে। প্রতি সপ্তাহে বেশ কয়েকবার এই গানটি আমার না শুনলেই নয়।
Screenshot taken from YouTube |
---|
কুমার শানু এবং অনুরাধা পাড়োয়ালের গাওয়া আশিকী সিনেমার এই গানটি “ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মে আনা” আমাকে প্রথম প্রেমের কথা মনে পড়ায়। এর পরে বেশ কিছু সম্পর্কে জড়ালেও আপনারা সকলেই জানেন যে প্রথম প্রেমের কথা কখনো ভোলা সম্ভব নয়। আমি যখনই স্মৃতি রোমন্থন করতে বসি তখন এই গানটা অবশ্যই শুনি। সে এখন সুখে ঘর-সংসার করছে, তাই তার নামটা আর এখানে শেয়ার করলাম না।
Screenshot taken from YouTube |
---|
কিশোর কুমারের গাওয়া বেমিসাল সিনেমার এই গান “কিসি বাত পর মে কিসিসে খাফা হু” আমি যতবার শুনি না কেনো মনে হয় যেন কম শোনা হয়েছে। অনেক পুরনো স্মৃতি, বিট্রেয়াল চোখের সামনে ভেসে ওঠে। তবুও এই গানটি শোনার থেকে আমি নিজেকে আটকাতে পারি না। আমি বাস্তবতা থেকে পালাতে চাইলেও বাস্তব জীবন ছেড়ে কে কবে দূরে থাকতে পেরেছে!
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি @muktaseo, @mdsahin111, @mou.sumi এবং @karobiamin71 কে এই কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রন জানাচ্ছি। আগামীকাল এই প্রতিযোগিতার শেষ দিন। আমি আশা করি তার আগেই আপনারা আপনাদের পছন্দের সঙ্গীত নিয়ে নিজেদের মতামত শেয়ার করবেন।
Twitter/X share: https://x.com/PijushMitra/status/1794402231418277950
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদাভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, SEC-S18W1 প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, আমাদের এডমিন দিদি আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল এই জন্য আপনি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
আপনি আমাকে আমন্ত্রণ জানালেন ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব সুন্দর এই টপিক নিয়ে লেখার জন্য।
আপনার জীবনের সংগীত মানে কি? এই প্রশ্নের উত্তরে আপনার সুন্দর মতামত জানতে পারলাম সত্যি তাই সঙ্গীতির প্রতি আপনার ভালোবাসা সেটা লেখায় অনেকটাই প্রকাশ পেয়েছে। সংগীত শিল্পী নিয়ে আমি ততটা পারদর্শ নাই এবং খুব একটা সংগীত শুনিনা তবে মাঝেমধ্যে ইসলামিক সংগীত গুলো শুনে থাকি এগুলো আমার কাছে অনেক ভালো লাগে।
আপনি এই প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সকলের জীবনে সংগীতের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়েছে বলে আমি মনে করি। আপনি ঠিক বলেছেন, অ্যাডমিন ম্যাম আমাকে আমন্ত্রণ জানানোর পরে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। ধন্যবাদ আপনাকে আমার কনটেস্ট পোস্ট সময় নিয়ে পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
আমিও গান বেশ পছন্দ করি মাঝেমধ্যে শোনা হয় চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য আর আপনার প্রতিযোগিতার জন্য রইল অনেক অনেক শুভকামনা
ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছি আপনার পছন্দের গানগুলো বেশ চমৎকার।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গান শুনতে ভালোবাসে না এমন মানুষ কে আছে! আমার তো মনে হয় যারা গান পছন্দ করে না, তারা হাসি মুখে খুন করতে পারে। আপনাকে অশেষ ধন্যবাদ আমার এনগেজমেন্ট চ্যালেঞ্জের পোস্ট সময় নিয়ে পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দারুন এই প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
সংগীত আমাদের বেঁচে থাকার স্বাধ বাড়িয়ে দেয়, সংগীত ভালোবাসে না এমন লোক খুবই কম পাওয়া যায়।
তবে
সংগীত যেভাবে মানুষকে আনন্দ দিতে পারে তেমনি দুঃখে তাকে সহজ দিতে পারে। আপনার প্রিয় গানটি শুনে আমারও ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন, সংগীত ভালোবাসে না এমন কোনো মানুষকে আমি চিনি না। সংগীত যেমন আমাদের আনন্দ দিতে পারে তেমনি আমাদের দুঃখকে লাঘব করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার স্টিমিট এনগেজমেন্ট চ্যালেঞ্জের পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit