That person is more intelligent and avoids arguments without getting involved

in hive-107252 •  3 years ago 

How are you all I hope everyone is much better and healthy. No matter how many types of people we live in this world, each person is different, their thoughts are different.

children-1822701_1920.jpg
source

And there are some sensible people in it who understand more about any task or whether they can move forward in any task or not.

Today I am going to share with you some small things about those people. I hope you will like it and if you don't know about it, you may know.

We get into fights with people at different times. In a word, we get into an argument with him. If he says something like that, I say something else.

But is this really our job? Why are you going to get into an argument with people? Type a man. I said something. Now, if you don't like it, if you don't like it, then you shut up.

boxing-1807479_1920.jpg
source

But there are actually some people who love to argue who love to argue at one point causing chaos.

But you won't believe a word that all the people will see and win in that argument. In fact, there is no other stupid person like him who thinks he is too big in his kg.

The one who is smarter is the one who avoids arguing and always tries not to get involved in the argument because it will waste his time. No.

So I would say if you are intelligent, never spread the word to people because arguing means losing everything. If you think that you have won the argument, then it will be your misconception.

So the last thing I want to say is be good about yourself, you will learn to value time, you will see that everything is easy for you and you will try to stop arguing with good advice if a person gets into an argument.

Hope you guys understand our little thing and if you like the words then of course give your opinion thank you all

               # Bangla

কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমরা এই পৃথিবীতে কত ধরনের মানুষ না বসবাস করে একেক মানুষ একেক রকম তাদের চিন্তাভাবনা একেকজনের একেক রকম।

আর এর ভেতরে কিছু বুঝদার মানুষ আছে যারা যেকোনো কাজে বেশি বোঝে বা যেকোনো কাজে তারা সামনের দিকে এগিয়ে যায় পারুক বা না পারুক।

আজকে সেই সকল মানুষদের নিয়ে আসলে ছোটখাটো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের পছন্দ হবে এবং এ বিষয়টি যদি আপনার না জানা থাকে তাহলে হয়তো জানতে পারবেন।

আমরা বিভিন্ন সময় মানুষের সাথে কথা কাটাকাটিতে লেগে যায় এক কথায় বলা যায় তার সাথে তর্কে জড়িয়ে যায় সে যদি একরকম বলে আমি আর একরকম বলি এভাবেই এক কথা থেকে দুপাতা দুপাতা থেকে এক পর্যায়ে মারামারিও হয়ে যায়।

কিন্তু আসলে কি আমাদের এই কাজটা ঠিক হয় আপনি কেন মানুষের সাথে তর্কে বিতর্কে জড়াতে যাব একটি মানুষকে ধরন আমি একটা কিছু বললাম এখন আপনার যদি ভালো না লাগে আপনার যদি কথাটা শুনতে খারাপ লাগে তাহলে আপনি চুপচাপ মুখ বুজে চলে যান আপনার কোনো উত্তর দেওয়ার দরকার নেই।

কিন্তু আসলে এমন কিছু মানুষ আছে যারা তর্ক করতে ভালোবাসে যারা কথা কাটাকাটি করতে ভালোবাসে একপর্যায়ে গন্ডগোলের সৃষ্টি হয়।

কিন্তু আপনি একটা কথা বিশ্বাস করবেন না যে সকল মানুষ দেখবেন তর্ক করে ওই তর্কে জিতে যায় আসলে কি ও বুদ্ধিমান আমি বলবো না তার মত বোকা মানুষ আর কেউ নেই যে তার কেজিতে নিজেকে খুব বড় মনে করে।

সেই বেশী বুদ্ধিমান যে তর্কে না যেতে তর্ক কে এড়িয়ে চলে সবসময় চেষ্টা করে তর্কে না জড়ানো কারন এটাতে তার সময় নষ্ট হবে সে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার জন্য বের হয় সে কাজ করা থেকেও তাকে বিরতি নিতে হবে কারণ তর্কাতর্কি এমন একটি জিনিস যেটা একবার লাগলে ছাড়তে চায় না।

তাই বলব আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন কখনোই মানুষের সাথে কথা কাটাকাটি কে ছড়াবেন না কারণ কথা কাটাকাটিতে জরানো মানে আপনার সবকিছুই লস আপনি যদি মনে করেন আপনি করা কথা কাটাকাটিতে জিতে গেছেন তাহলে এটা আপনার ভুল ধারণা হবে।

তাই সর্বশেষ একটি কথাই বলবো নিজে ভালো থাকুন নিয়ে যে আপনি সময়কে মূল্য দিতে শিখুন দেখবেন সবকিছু আপনার জন্য সহজ আর চেষ্টা করবেন যদি কোন মানুষ কথা কাটাকাটিতে লেগে যায় তাদেরকে ভালো পরামর্শ দিয়ে ওর কথা কাটাকাটি থেকে বিরত থাকতে।

আশা করি বন্ধুরা আমাদের ছোট্ট বিষয়টি আপনার বুঝতে পেরেছেন এবং যদি কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!