Comedy of Manners: (আচরণের প্রহসন) যৌনতা ও ক্ষমতার লোভে মানুষের উদ্ভট আচরণ নিয়ে সৃষ্টি হওয়া হাস্যরস। উদাহরণ, William Congreve এর Love for Love নাটকটি এমন। মূল চরিত্র Valentine, দেনার দায় থেকে বাঁচতে পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকার ছেড়ে দিতে সম্মত হয়। কিন্তু প্রকৃত দলিলটি স্বাক্ষর করার সময় পাগলের অভিনয় করে বাঁচতে চায়।
Satire(ব্যাঙ্গচিত্র): সামাজিক অবক্ষয়ের ব্যাঙ্গাত্মক উপস্থাপন।উদাহরণ, Jonathan Swift এর A Modest Proposal প্রবন্ধটিতে লেখক আইরিশ দারিদ্র্যের অবসানকল্পে তাদের সন্তান উৎপাদন করে ভক্ষণ করার পরামর্শ দিয়েছেন।
Heroic Couplet (মহাকাব্যিক শ্লোক): দশ মাত্রার দ্বৈত চরণ, হিরোইক থিম ও lambic Pentameter এ মহাকাব্যের শ্লোক। Here Thou, great Anna! whom three Realms obey, Dost sometimes Counsel take and sometimes Tea. -The Rape of the Lock, Alexander Pope
Politics (রাজনীতি): সমকালীন রাজনীতির পুনর্গঠনে গবেষণা ও সমালোচনা। John Locke এর Essay Concerning Human Understanding. Jonathan Swift এর Gulliver's Travels.
Copying Classics (ধ্রুপদের অনুকরণ): ধ্রুপদি সাহিত্য থেকে উপাদান সংগ্রহ ও নিজ সাহিত্যে প্রশংসা। Alexander Pope এর Sound and Sense কবিতায় Homer এর Odeyssey মহাকাব্যের ছন্দ ও চিত্রকল্পের ভূয়সী প্রশংসা আছে।
Mock Epic (উপহাস মহাকাব্য): নায়ককেন্দ্রিক বীরত্বগাঁথার বিপরীতে মহাকাব্যের বিষয়বস্তু তুচ্ছ কোনো ঘটনা বা চরিত্র। Alexander Pope এর The Rape of the Lock সর্বাধিক পরিচিত Mock Epic হিসেবে। এই মহাকাব্যের বিষয়বস্তু Belle এর চুলের বেনী কেটে নিয়েছে তার সম্ভাব্য স্বামী Lord Peter। সেই থেকে দুই পরিবারের বিবাদ ও দীর্ঘ বিচ্ছেদ।
Faith (বিশ্বাস): Enlightenment দর্শনে প্রভাবিত হয়ে বিশ্বাসের পুনর্মূল্যায়ন। John Milton এর Samson Agonistes এমন একটি কাব্যনাট্য। এখানে Samson এর জীবনের শেষ অংকটি মঞ্চায়িত হয়েছে। এতে দেখা যায় হৃত বিশ্বাস ফিরে পেয়ে স্যামসন আবারও শক্তিমত্ত হয়ে ওঠে। সেই শক্তি কাজে লাগিয়ে সে বিশ্বাস বিরোধীদের ধ্বংস করে।
Rejection of Puritanism (শুদ্ধতাবাদকে প্রত্যাখ্যান): গত যুগের শুদ্ধতাবাদকে সম্পূর্ণ প্রত্যাখ্যান। অস্ত্র কখনো ব্যাঙ্গচিত্র। Samuel Butler এর Hudibras এরকম একটি Mock Heroic Narrative। এখানে দেখা যায় এক ধর্মভীরু নাইটের ধর্ম প্রতিষ্ঠার প্রচেষ্টায় উদ্ভট সব আগ্রাসন।
Novel (উপন্যাস): গঠন ও কাহিনিকল্পে পূর্ণাঙ্গ উপন্যাসের যাত্রা। এই যুগের ঔপন্যাসিক- Samuel Richardson, Henry Fielding এই যুগের উপন্যাস- Pamela, Clarissa, Tom Jones.
Journalism (সাংবাদিকতা): সাংবাদিকতার প্রভাব সাহিত্যে, বিশেষ করে- কথাসাহিত্যে Daniel Defoe এর Robinson Crusoe উপন্যাসটি অনেকেই মনে করেন সমকালীন একটি সংবাদ দিয়ে প্রভাবিত। Alexander Selkirk এর চিলি উপকূলে হারিয়ে যাওয়া চারটি বছরের গল্প তখন ব্যাপক জনপ্রিয় হয়েছিল।