এশিয়া মহাদেশের দক্ষিণাংশে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান। এ দেশ ২০°৩৪′ উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮। উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮°০১′ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ১২°৪১′ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। ভৌগোলিক বিচারে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়, ভারত ও মিয়ানমারের মাঝখানে। এর ভূখন্ড ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বাংলাদেশের পশ্চিম, উত্তর, আর পূর্ব জুড়ে রয়েছে ভারত। পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য।
পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম। তবে পূর্বে ভারত ছাড়াও মিয়ানমারের (বার্মা) সাথে সীমান্ত রয়েছে। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশের সীমান্তরেখার দৈর্ঘ্য ৫,১৩৮ কিলোমিটার যার স্থলসীমার মধ্যে ৪,১৫৬ কিলোমিটার ভারতের সাথে, ২৭১ কিলোমিটার মিয়ানমারের সাথে এবং বাংলাদেশের সমুদ্রসীমার দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ- পূর্বাংশের কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমূদ্র সৈকতগুলোর অন্যতম।
বাংলাদেশের সমুদ্রবিজয়ে ভৌগোলিক সীমানা প্রাপ্তি:
২০১২ সালে মিয়ানমার থেকে ১৭টি বিরোধমান ব্লকের ১২টি বাংলাদেশ এবং ২০১৪ সালে ভারত থেকে বিরোধমান ১০টি ব্লকের ১০টিই বাংলাদেশ পায়। এজন্যে বঙ্গপসাগরের জলরাশিতে ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়। এই বিরোধ নিষ্পত্তির ফলে সেন্ট মার্টিন দ্বীপকে উপকূলীয় বেজলাইন ধরে ১২ নটিক্যাল মাইল রাষ্ট্রীয় বা আঞ্চলিক সমুদ্রসীমা এবং পরবর্তী ২০০ নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্রসীমা এবং তার পরবর্তী ৩৫০ নটিক্যাল মাইল মহিসোপান হিসেবে পেয়ছে।