BENELUX এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemburg Economic Co-operation. এটি প্রতিষ্ঠিত হয় ৫ সেপ্টেম্বর, ১৯৪৪ সালে। এর সদর দপ্তর ব্রাসেলস (বেলজিয়াম)। এর সদস্য সংখ্যা ৩টি (বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ)।
World Bank প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ২৫ জুন, ১৯৪৬ সালে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রকৃত নাম ‘International Bank for Reconstruction and Development (IBRD)’। এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯। এর সদর দপ্তর ওয়াশিংটন ডি.সি (যুক্তরাষ্ট্র)। World Bank পাঁচটি অঙ্গসংগঠনের সমন্বয়ে গঠিত। এর অঙ্গ সংগঠনগুলো হলো- ১. IBRD, ২. IDA, ৩. IFC, ৪. ISCID, ৫. MIGA. এদের সবগুলোর কার্যালয় ওয়াশিংটন ডিসিতে (যুক্তরাষ্ট্র) অবস্থিত।IMF এর পূর্ণরূপ International Monetary Fund. এটি ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৭ সালে এর কার্যক্রম শুরু হয়।
বিশ্বব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করে IBRD। সদস্যদেশকে কারিগরি সহায়তা দিতে প্রতিষ্ঠা করেছে Economic Development Institute, সদস্যদেশকে তার অংশীদারের ২০% পর্যন্ত ঋণ প্রদান করে। এছাড়াও বাণিজ্য ভারসাম্য নিয়ে কাজ করে।
IFC- এর পূর্ণরূপ International Finance Corporation. এটি বিশ্বব্যাংক গ্রুপের ৫টি অঙ্গ সংস্থার একটি। এটি প্রতিষ্ঠিত হয় ২০ জুলাই, ১৯৫৬ এবং এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।
IDA প্রতিষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৬০। এর সদস্য সংখ্যা ১৭৩ (সর্বশেষ রোমানিয়া, ১২ এপ্রিল, ২০১৪)। এ সংস্থা অতি দরিদ্র দেশগুলোকে বিনা সুদে ঋণ প্রদান করে থাকে। তাই একে SOFT LOAN WINDOW বলে।অর্থাৎ IDA বিভিন্ন দেশের পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংকের সাথে সম্পর্কযুক্ত।
ICSID এর সদস্য দেশ ১৫৭টি। সর্বশেষ দেশ কিরগিজস্তান। এটি প্রতিষ্ঠিত হয় ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে। সংস্থাটি আন্তর্জাতিক বাণিজ্যবিরোধ নিরসনে মধ্যস্থতা করে।
১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার এর ব্রেটন উডস শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত এ সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশ নেন।
সম্মেলনে এ মর্মে প্রস্তাব গৃহীত হয় যে, উক্ত বিষয়গুলোর প্রয়োগকল্পে সঠিক কাঠামো নির্মাণের উদ্দেশ্যে ৩ টি আন্তর্জাতিক সংস্থা গঠন করা যুক্তিযুক্ত হবে। প্রস্তাবিত ৩ টি বহুজাতিক ব্যবস্থা গুলো হলো বিশ্বব্যাংক (IBRD), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF), আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা (ITO)।
GATT,WTO- তে রূপান্তরিত হয় ১৯৯৫ সালে।বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
ADB এর পূর্ণরূপ Asian Development Bank. এটি প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ এবং আনুষ্ঠানিকভাবে কাজ/লেনদেন শুরু করে ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর। বর্তমানে ADB-এর সদস্য সংখ্যা ৬৮। সর্বশেষ সদস্য নিউ দ্বীপপুঞ্জ (১১ মার্চ, ২০১৯)। এর সদর দপ্তর ম্যানিলায় (ফিলিপাইন)। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে। এর বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া, জাপান, (১৭ জানুয়ারী, ২০২০ – বর্তমান)।
WEF এর পূর্ণরূপ World Economic Forum. এটি প্রতিষ্ঠিত হয় জানুয়ারি ১৯৭১ সালে। এর সদর দপ্তর কলোগ্নি, সুইজারল্যান্ড। এর শ্লোগান হলো ‘বিশ্ব রাষ্ট্রের উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ’।
IDB-এর পূর্ণরূপ Islamic Development Bank. এটি প্রতিষ্ঠিত হয় ডিসেম্বর, ১৯৭৩ সালে এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর, ১৯৭৫ সালে। এর আর্থিক লেনদেন শুরু হয় জানুয়ারি ১৯৭৬ সালে। এর সদর দপ্তর জেদ্দায় (সৌদি আরব) অবস্থিত। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ২২; বর্তমান সদস্য ৫৭। সর্বশেষ সদস্য গায়ানা (১৮ মে, ২০১৬)। ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) এর সদস্য পদ লাভের জন্য অবশ্যই (OIC) এর সদস্য হতে হবে। ইসলামী ব্যাংক পরিচালনার কয়েকটি মূলনীতি হলো বিনা সুদে ঋণ প্রদান, মুনাফায় অংশগ্রহণ কর্মসূচি, অংশীদারী বিনিয়োগ, ইক্যুইটি লাইন প্রভৃতি। এটি ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত। এর বর্তমান প্রেসিডেন্ট ড. মোহাম্মদ সোলাইমান আলজাসের। বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB তে যোগ দেয় এবং বাংলাদেশে কার্যক্রম শুরু করে ১৯৮৩ সালে। ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার।
Group of Seven (G-7) ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশগুলো হলো- জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।
ECO প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। এর সদর দপ্তর অবস্থিত তেহরানে (ইরান)। এটি পূর্বতন সংগঠন Regional Co-Operation for Development (RCD). যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬২ সালে। এর প্রতিষ্ঠাতা সদস্য ৩টি (ইরান, পাকিস্তান, তুরস্ক)। বর্তমান সদস্য : ১০টি। এর সবগুলো সদস্যই ওআইসির সদস্য। সদস্য রাষ্ট্রগুলো হলো ইরান, পাকিস্তান, তুরস্ক, আফগানিস্তান, কিরগিজস্তান, তুর্কেমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, আজারবাইজান ও তাজিকিস্তান।
EFTA এর পূর্ণরূপ European Free Trade Association. এটি প্রতিষ্ঠিত হয় মে, ১৯৬০ সালে। এর সদর দপ্তর জেনেভা (সুইজারল্যান্ড)। এর প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র ৬টি। এর সহযোগী রাষ্ট্র ১টি। এর বর্তমান সদস্য ৪টি (আইসল্যান্ড, নরওয়ে, লিচেনস্টাইন, সুইজারল্যান্ড)।
১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাসট্রিক্ট ইউরোপীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা ম্যাসট্রিক্ট (Maastricht Treaty) চুক্তি নামে পরিচিত। ১ নভেম্বর, ১৯৯৩ সালে এই চুক্তি কার্যকর হয় যার ফলে 'ইউরোপীয় ইউনিয়ন' গঠিত হয়।ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর প্রথম নারী প্রেসিডেন্ট জার্মানির ক্ষমতাসীন ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের রাজনীতিবিদ ও প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভ্যান ডার লেন।
ইউরো মুদ্রা গ্রহণকারী দেশসমূহকে একত্রে ইউরোজোন বলা হয়। এর সদস্য- ১৯টি। সর্বশেষ ইউরো গ্রহণ করেছে- লিথুয়ানিয়া (১ জানুয়ারি, ২০১৫)। কখনো ইউরো মুদ্রা গ্রহণ করেনি বা করবে না- ডেনমার্ক ও সুইডেন। ২০২৩ সালে ইউরোজোনে যোগ দিবে বুলগেরিয়া ও ক্রোয়োশিয়া।২০২০ সালের ৩১ ডিসেম্বর মধ্যরাতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায় যুক্তরাজ্য। তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি ভাবে ইউরোপীয় ইউনিয়নের অংশ ছিল যুক্তরাজ্য। বর্তমানে যুক্তরাজ্য থেকে ইউরোপের যে কোনো দেশে যেতে গেলে ভিসা লাগবে। ইউরোপ থেকে যুক্তরাজ্যে গেলে একটি নির্দিষ্ট সময় ভিসা ছাড়া থাকা যাবে। তার বেশি সময় থাকতে হলে ভিসা নিতে হবে।
Group of Twenty বা G-20 বিশ্বের ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের একটি অর্থনৈতিক সংগঠন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলন ২০০৮ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। কানাডার সাবেক অর্থমন্ত্রী পল মার্টিন প্রথম জি-২০ গঠনের প্রস্তাব করেন। বিশ্বের প্রধান ও উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি সম্পন্ন দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা ইত্যাদি ছিল G-20 গঠনের উদ্দেশ্য। এর কোন সদর দপ্তর নেই।
২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্তালেজা শহরে BRICS তার ষষ্ঠ সম্মেলনে New Development Bank নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করে। ব্যাংকটি ২০১৫ সালের ২১ জুলাই চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত ৭ম শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। ব্যাংকটির প্রথম ও বর্তমান প্রেসিডেন্ট ভারতীয় নাগরিক মার্কোস প্রাদো ট্রয়জো।
বর্তমানে D-8 এর মহাসচিব জাফর কুশারি, (মালয়েশিয়া, ১ জানুয়ারি, ২০১৮ – বর্তমান)। D-8 এর দশম শীর্ষ সম্মেলন (ভার্চুয়ালি) অনুষ্ঠিত হয় ৫-৮ এপ্রিল ঢাকায়। এই সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ বছরের জন্য ডি-৮ এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
নেদারল্যান্ডের সাবেক মুদ্রার নাম গিল্ডার। ১ জানুয়ারি, ১৯৯৯ ইউরোপে একক মুদ্রা ইউরো চালু হলেও পাশাপাশি গিল্ডার চালু থাকে। তবে ১ জুলাই, ২০০২ স্থানীয় মুদ্রা সরকারিভাবে বিলুপ্ত হলে গিল্ডারও বিলুপ্ত হয় এবং ইউরো নেদারল্যান্ডের একক মুদ্রা হিসাবে চালু হয়।
ইয়েন জাপানের মুদ্রার নাম। আর্জেন্টিনা, কিউবা, মেক্সিকোর মুদ্রার নাম পেসো। চীনের মুদ্রার নাম ইউয়ান। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম উয়ন।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit