ইংরেজী সাহিত্যের রেনেসা যুগ

in hive-107931 •  2 years ago  (edited)

Renaissance means- Revival/Regeneration/Rebirth, reawakening of classical learning, culture and free thinking. এ যুগকে Rediscovery of Ancient Civilization of Greece and Rome বলা হয়।

Elizabethan Period এর একদল Young Dramatist and Pamphleteers, যারা Oxford এবং Cambridge University এর Scholar/witty students ছিলেন। তারা University Wit নামে পরিচিত। বিখ্যাত University wit 7 জন। Christopher Marlowe, Thomas Kyd, Robert Greene, George Peele, Thomas Nashe, John Lyly, Thomas Lodge. ‘Doctor Faustus’ is written by Christopher Marlowe. Doctor Faustus কে Morality Play ও বলা হয়। পুরো নাম: The Tragical History of Doctor Faustus. Faustus কে Renaissance Hero বলা হয়। Thomas Kyd (1558-1594) was a famous University Wit. তাকে Father of English Revenge Tragedy বলা হয়। ‘The Spanish Tragedy’ is a famous play by Thomas Kyd. এটিকে Bloody Drama বলা হয়। The Spanish Tragedy পড়ে Shakespeare তার Hamlet নাটকটি লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন। Robert Greene University Wits এর অন্তর্ভুক্ত একজন লেখক। তিনি 1558 সালে জন্মগ্রহণ করেন এবং 1592 সালে মৃত্যুবরণ করেন। Friar Bacon তার বিখ্যাত comedy. Sir Philip Sidney (1554-1586) was a famous critic, poet and soldier. ‘An Apology for Poetry’ Sir Philip Sidney রচিত একটি সাহিত্য সমালোচনা গ্রন্থ। ‘Arcadia’ is written by Philip Sidney. The countess of Pembroke’s Arcadia কে ইংরেজি উপন্যাস Seed বা ভূণ বলে এটি সংক্ষেপে Arcadia নামেও পরিচিত।


a210_4_cover_image_1.jpg

John Donne "University wit' নন। ‘The Good Morrow’ (সুপ্রভাত) John Donne (1572-1631) রচিত একটি বিখাত কবিতা। তার রচিত কবিতাগুলো: The Good Morrow, The Sun Rising, The Canonization, A Valediction: Forbidding Mourning, The Flea, The Undertaking, Twicknam Garden, For Whom The Bell Tolls. ‘The Sun Rising’ John Donne এর Famous Poem. এ কবিতায় কবি সূর্যকে তিরস্কার করেন।

‘The Shepherds Calendar’ (রাখালিয়া বারোমাস্যা) Edmund Spenser রচনা করেন। তার Famous books and poems গুলো: The Shepherds Calendar, The Ruins of Time, Amoretti (Collection of 89 Sonnets). Edmund Spenser- Spenserian Sonnet প্রবর্তন করেন। তার সনেট সংকলনের নাম Amoretti (Collection of 89 Sonnets). Edmund Spenser (1552-1599) এর মৃত্যুর পর বহু কবি সাহিত্যিক বিশেষ করে Romantic যুগের (1798-1832) কবিগণ তার কবিতায় Style অনুসারণ করেন। এজন্য তাকে কবিদের কবি বা Poets’ Poet বলা হয়। Ralph roister Doister (1556) is the first comedy of English Literature, written by Nicholas Udall.

Ben Jonson (1572-1637) এর উপাধিগুলো হলো: Father of English Realistic Comedy, Father of Comedy of Humors. কমেডি of হিউমার মেডিকেল থিউরির সাথে সম্পর্কিত। দেহতত্ত্বের প্রাচীন ‘চার হিউমার’ হলো চারটি মৌলিক তরল পদার্থ: রক্ত, শ্লেষা, ক্রোধ বা হলুদ পিত্ত এবং বিষাদ বা কৃষ্ণ পিত্ত। সুস্থ চরিত্রের মধ্যে সবকটি উপাদান সুসমন্বিতভাবে উপযুক্ত পরিমানে উপস্থিত থাকে।

Shakespeare-এর ‘A Lover’s Complaint’ একটি বিখ্যাত কবিতা। তাঁর আরও কিছু বিখ্যাত কবিতা হলো- The Rape of Lucrece, The Passionate Pilgrim, The Phoenix and The Turtle’ Venus and Adonis. Hamlet (1602), Macbeth (1606), King Lear (1606) এবং The Tempest (1610-1611) সবই শেক্সপিয়ারের নাটক, যা তিনি বিভিন্ন সময়ে লিখেছেন। দেখা যাচ্ছে, উল্লিখিত চারটি নাটকের মধ্যে শেক্সপিয়ার সবশেষে লিখেছেন The Tempest. এজন্য Tempest কে শেক্সপিয়ারের Swan Song বা valediction বলা হয়। William Shakespeare এর King Lear এর প্রধান চরিত্রগুলো হচ্ছে Goneril (সুবিধাভোগী তবে বিশ্বাসঘাতক), Regan (সুবিধাভোগী তবে বিশ্বাসঘাতক), Cordelia (সুবিধাভোগী তবে Loyal/বিশ্বস্ত)। ‘Love sought is good, but given unsought is better’ (ভালোবাসা অন্বেষন ভালো, কিন্তু তা অন্বেষণ না করা আরও ভালো) উক্তিটি Shakespeare রচিত Romantic comedy Play Twelfth Night থেকে নেওয়া।William Shakespeare রচিত The Merchant of Venice এর বিখ্যাত চরিত্রগুলো: Antonio, Shylock, Portia, Bassanio, Jessia. Portia (নায়িকা) তার Law trick এর কারণে Antonio সুদখোর ইহুদি Shylock এর হাতে থেকে বেঁচে যায়। ‘Macbeth’ William Shakespeare এর একটি মুদ্রাকার ট্রাজেডি। স্কটল্যান্ডের রাজা ডানকানকে হত্যার পূর্বের এবং পরের ঘটনাপঞ্জী নিয়ে লিখা এই নাটকটি। ‘Your face is a book, where man may read strange matter’ এই নাটকের উক্তি। Hamlet' Shakespeare এর সর্ববৃহৎ Tragedy. ডেনমার্কের রাজহত্যা এবং পুত্রের প্রলম্বিত প্রতিশোধ এ নাটকের মূল উপজীব্য বিষয়। Gertrude (মা) চরিত্রটি বিষপানে মারা যায়। এ নাটকের অন্যান্য চরিত্রগুলো: King Hamlet, Prince Hamlet, Gertrude, Claudius, Horatio, Ophelia, Laertes.

George Peele একজন এলিজাবেথান নাট্যকার। তিনি Shakespeare এর সাথে Titus Andronicus নাটকটি লেখেন। এছাড়াও তার অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে – The Arraignment of Paris, The Battle of Alcazar, Polyhymnia.

John Webster গ্লোভ থিয়েটার Shakespeare এর উত্তরাধিকারী হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন। তার Power of expression তাকে Shakespeare এর কাতারে তুলেছিল। ‘The Duchess of Malfi’ John Webster এর একটি বিখ্যাত ট্রাজেডি। এটি একটি Revenge play. Bosola এই নাটকের কুখ্যাত চরিত্র। Basola কে Machiavellion/ Selfish Character বলা হয়।

Robert Herrick Caroline Period এর অন্তর্ভুক্ত। তাকে The greatest Cavalier Poet বলে কারণ তিনি Charles I রাজার সমর্থক ছিলেন। তার বিখ্যাত কবিতা ‘To Daffodils’. Thomas Hobbes কে আধুনিক রাজনৈতিক দর্শনের জনক বলা হয়। তার সর্বশ্রেষ্ঠ বই Leviathan. তাঁর বিখ্যাত উক্তি- The end of knowledge is power.

‘Thyrsis’ a pastoral elegy was written by Matthew Arnold. ‘It is impossible to love and be wise’ এটি Francis Bacon এর of love সাহিত্যকর্ম থেকে নেওয়া। ‘Utopia’ is a famous book written by Thomas More. ‘Utopia’ (কাল্পনিক স্বর্গরাজ্য), [A kingdom of no-where; an imaginary island where there is no problem] তিনি এটি ল্যাটিন ভাষা থেকে English এ অনুবাদ করেছেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!