এশিয়ান আঞ্চলিক সংস্থাসমূহ

in hive-107931 •  2 years ago 

১৯৪৫ সালের ২২ মার্চ মিশরের রাজধানী কায়রোতে আরব লীগ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সদস্য ৭টি। এগুলো হচ্ছে- মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, জর্ডান, সৌদি আরব এবং ইয়েমেন। পরবর্তীতে ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত আরব লীগের সদস্যপদ লাভ করে। আরব লীগের পর্যবেক্ষক দেশ ৫টি (১. আর্মেনিয়া, ২. ব্রাজিল, ৩. ইরিত্রিয়া, ৪. ভারত, ৫. ভেনিজুয়েলা)।

১৯৭৫ সালে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য চুক্তি হলো APTA (Asia Pacific Trade Agreement). এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল ব্যাংকক এগ্রিমেন্ট। ২০০৫ সালে এর নাম APTA করা হয়। এর বর্তমান সদস্য দেশ ৭টি। যথা: বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, লাওস, চীন ও মঙ্গোলিয়া। APTA এর সর্বশেষ সদস্য মঙ্গোলিয়া (২০২০)।

GCC এর পূর্ণরূপ Gulf Co-operation Council. পারস্য উপসাগরীয় আরব দেশগুলো নিয়ে যে আঞ্চলিক সংস্থা গড়ে উঠে তার নাম GCC. ১৯৮১ সালে ৪ ফেব্রুয়ারি পারস্য উপসাগরীয় এলাকায় ৬টি রাষ্ট্র নিয়ে Gulf Co-operation Council গঠিত হয়। GCC এর ৬টি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে। যথা: Supreme Council, Ministerial Council, Secretariat General, Monetary Council, Patent Office, Peninsula Shield Force. এটি প্রতিষ্ঠিত হয় ২৫ মে, ১৯৮১ সালে। এর সদর দপ্তর সৌদি আরবের রিয়াদে। এর বর্তমান সদস্য ৬টি। (সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত)। GCC এর বর্তমান মহাসচিবের নাম নায়েফ বিন ফালাহ আল হাজরাফ (কুয়েত)। উপসাগরীয় সাহায্য সংস্থা GCC এর সর্বশেষ (৪২তম) সম্মেলন অনুষ্ঠিত হয় সৌদি আরবের রিয়াদে ১৪ ডিসেম্বর, ২০২১ সালে।


Alliances_expansive_Map.png

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা SAARC (South Asian Association for Regional Co-operation) ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে বাংলাদেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ১৭ এপ্রিল, ২০০৭ সালে ভারতে সার্ক Food Bank প্রতিষ্ঠিত হয়। এর পর্যবেক্ষক দেশ ৯টি। এর মধ্যে আফ্রিকা অঞ্চলের দেশ হিসেবে মরিশাস সার্কের পর্যবেক্ষক এর মর্যাদা ভোগ করছে। সার্ক দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্দেশ্যে ১৯৯৩ সালের ১১ এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সার্ক মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের বিষয়ে সাপটা (South Asian Preferential Trading Arrangement-SAPTA) চুক্তি স্বাক্ষরিত হয়। ২০০৬ সাল থেকে সার্ক মুক্ত বাণিজ্য অঞ্চলে পদার্পণ করেছে। এর ফলে অর্থনৈতিক সহযোগিতা আগের তুলনায় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

APEC এর পূর্ণরূপ Asia Pacific Economic Co-operation. এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে। এর সদস্য সংখ্যা ২১। এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে APEC কে।

ভারত-মহাসাগরীয় অঞ্চলের সংস্থা IORA (Indian Ocean Rim Association) ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইবিনি, মরিশাস। বর্তমান সদস্য ২৩টি। পাকিস্তান ভারত-মহাসাগরীয় অঞ্চলের সদস্য হয়েও ভারতের সাথে বৈরীতার কারণে IORA সদস্য পদ লাভ করেনি।

বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral, Technical and Economic Cooperation. ১৯৯৭ সালে ৬ জুন থাইল্যান্ডের ব্যাংককে ৪টি সদস্য দেশ নিয়ে বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট BIMSTEC এর যাত্রা শুরু হয়। BIMSTEC দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের সাথে এবং পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে Act East বা প্রাচ্যমুখী নীতি গ্রহণ করে। এর বর্তমান সদস্য সংখ্যা ৭টি। বঙ্গোপসাগরের তীরবর্তী নিয়ে এই জোটটি গঠিত হয়। এটি Bay of Bengal Family নামে পরিচিত। BIMSTEC এ ১৪টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য অগ্রাধিকার প্রাপ্ত খাত হলো Trade and Investment, Climate Change. বিমসটেকের ৫ম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২২ সালের ৩০ মার্চ শ্রীলঙ্কার কলম্বোতে।

১৯৯৮ সালের Kunming Initiative এর উদ্যোগে BCIM গঠনের চেষ্টা করা হয়। BCIM এর ধারণা দেন বাংলাদেশের অর্থনীতিবিদ অধ্যাপক ড. রেহমান সোবহান। BCIM এর অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ, চীন, ভারত এবং মিয়ানমার।

ASEAN দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক জোট। এর সদস্য পদের জন্য আবেদনকারী দেশের নাম পূর্ব তিমুর এবং পাপুয়া নিউগিনি। দেশ দুটি বর্তমানে আসিয়ানের পর্যবেক্ষক রাষ্ট্র। আসিয়ানের ৩৮-৩৯তম (২০২১) সম্মেলন অনুষ্ঠিত হয় ২৬-২৮ অক্টোবর বন্দর সেরি বেগওয়ান (ব্রুনাই)। উক্ত সম্মেলন থেকে মিয়ানমার (জান্তা সরকার) কে বাদ দেওয়া হয় এবং ৪০তম সম্মেলনেও মিয়ানমার অংশ নিতে পারবে না। পরবর্তী ৪০-৪১তম (২০২২) সম্মেলন অনুষ্ঠিত হবে কম্বোডিয়ায়। Regional Comprehensive Economic Partnership (RCEP) বা ‘আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব’ হলো বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য ব্লক। চুক্তিটি ১৫ নভেম্বর, ২০২০ সালে ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল ASEAN ৩৭তম সম্মেলনের মাধ্যমে চীনের নেতৃত্বে RCEP স্বাক্ষরিত হয়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশকে নিয়ে গঠিত বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লক। চুক্তিবদ্ধ ১৫টি দেশের বৈশ্বিক জনসংখ্যার ৩০% এবং ২৬.২ ট্রিলিয়ন ডলারের জিডিপি অর্থাৎ, বিশ্বের মোট জিডিপির ৩০%। উল্লেখ্য EU হলো বর্তমানে বৃহত্তম বাণিজ্যিক জোট।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!