A Tale of Tub by Ben Jonson

in hive-107931 •  2 years ago 

a-tale-of-a-tub-and-the-moral-of-the-tail-bm-18571222132-fbadc1-1024.jpg

Jacobean যুগের নাট্যকার Ben Jonson রচিত A Tale of Tub নাটকটি নাট্যকারের জীবদ্দশায় মঞ্চস্থ সর্বশেষ নাটক। St. Valentine's Day তে সংঘটিত এই নাটকের কাহিনি Middlesex কাউন্টির Constable Turfe এর মেয়ে Audrey Turfe এর জন্য উপযুক্ত পাত্র নির্বাচনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। টালি নির্মাতা John Clay এর সাথে Audrey এর বাগদান ভাঙতে Squire Tub নামক আরেক প্রতিদ্বন্দ্বী পাত্র Clay কে চুরির মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে। Constable Turfe তখন তার পিছনে তদন্ত করে কিন্তু কিছু পায় না। এদিকে Justice Preamble নামক আরেক প্রতিযোগী পাত্র Squire Tub এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। এত ঝামেলার মধ্যে Pol-Marten নামক আরেক পাত্র অন্যরা কিছু বুঝে উঠার আগেই Audrey কে বিয়ে করে ফেলে। তাদের বিবাহ অনুষ্ঠান একটি গানের মাধ্যমে উদযাপন করা হয় যার শিরোনামও ছিল 'A Tale of Tub'; এ গানে নাটকের গল্পটিকে পুনরায় বর্ণনা করা হয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!