কবি John Donne র 'A valediction: Forbidding Mourning' কবিতাটি তাঁর কবিতার উৎকৃষ্ট উদাহরণ। কবি এ কবিতায় তার প্রেমিকার প্রতি গভীর ভালোবাসা আর নিষ্ঠার কথা প্রকাশ ঘটিয়েছেন। কারো কারো মতে, এ কবিতাটি কবি তার স্ত্রী এ্যানি মোরকে উদ্দেশ্য করে রচনা করেছেন। কবি এক সময় কয়েক সপ্তাহের জন্য বেড়াতে গিয়েছিলেন ফ্রান্সে। তার এই অনুপস্থিতে তাঁর পত্নী বিয়োগ ব্যথায় কিছুটা অসুস্থ হয়ে পড়েন। কবি তার পত্নীকে সান্ত্বনা দিয়ে বলেন,
'Twere profanation of our joys
To tell the laity our love."
কবি বলেন তার প্রেম ততটাই খাঁটি যে তিনি দূরে সরে এলেও তাদের দুজনার প্রেম সাময়িক দূরত্ব তাদের মাঝে কোনো সমস্যা সৃষ্টি করবে না, ঠোঁট আর হাতের স্পর্শ না পেলেও মনের ভেতরের আবেগ, ভালোবাসার কোনোরূপ ঘাটতি হবে না। কবি তার পত্নীকে বলেন, তুমি তোমার ভালোবাসায় সম্পূর্ণ স্থির থাকবে আমি যতো দূরেই থাকি না কেন। তোমার এই ভালোবাসার দৃঢ়তায় আমাকে স্থির রাখবে। মোট কথা, কবি তাঁর পত্নীকে তাই বলে এ কবিতায় সান্ত্বনা দেন যে, খাঁটি ভালোবাসার কোনো পরিবর্তন ঘটে না দুটি মানুষ যত দূরেই অবস্থান করুক না কেন।