"None knows the weight of another's burthen"
-------------------------------------------------------- George Herbert (The Temple)
রাজা James I এর মৃত্যুর পর তার পুত্র Charles I ক্ষমতায় বসেন। তার রাজত্ব চলে 1625 থেকে 1649 পর্যন্ত এবং এই সময়টুকুকে ইংরেজি সাহিত্যের Caroline Period বলা হয়। Caroline শব্দটি এসেছে Charles শব্দ এর ল্যাটিন প্রতিশব্দ Carolus থেকে। রাজা Charles I এর রাজত্বের পুরোভাগটাই English Civil War বা ইংরেজ গৃহযুদ্ধ চলছিলো। এ যুদ্ধটা সংঘটিত হয়েছিল Cavaliers নামে পরিচিত রাজার সমর্থক ও Roundheads নামে পরিচিত সংসদ সমর্থকদের মধ্যে। এই যুদ্ধে Cavaliers দের পরাজয় ঘটে এবং 1649 সালে রাজা চার্লসকে শিরশ্ছেদের মাধ্যমে হত্যা করা হয়। অবসান ঘটে রাজতন্ত্রের এবং একই সাথে Caroline যুগের। Caroline যুগটিতে তিন ধরনের কবিতার প্রাধান্য দেখা যায়, যথা- Metaphysical, Cavalier ও Puritan Schools of Poetry । তবে এদের মধ্যে Metaphysical কবিতাই এ যুগের প্রধান সাহিত্যের ধারা। গৃহযুদ্ধের কারণে এ যুগে আনুষ্ঠানিক ভাবে নাটক মঞ্চায়ন বন্ধ করে দেওয়া হয়। এ যুগে ধর্ম উপদেশ, পুস্তিকা, ইতিহাস, দর্শন ইত্যাদি গদ্যে লেখা হতো। এ যুগেই 1636 সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স এ Harvard University প্রতিষ্ঠিত হয়।