Daniel Defoe (1660-1731)

in hive-107931 •  2 years ago 

Daniel Defoe ছিলেন একজন ইংরেজ ব্যবসায়ী, লেখক, সাংবাদিক, Pamphlet রচয়িতা এবং গুপ্তচর। ইংরেজি সাহিত্যের ইতিহাসে তিনি উপন্যাস ধারার অন্যতম জনক ও Robinson Crusoe এর লেখক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। অনেক সময় দাবী করা হয়, বাইবেলের পর তাঁর এই বইটিই ইতিহাসে সবচেয়ে বেশি ভাষায় অনূদিত গ্রন্থ।

image.png

ছোট বেলায় প্রকৃত নাম ছিলো Daniel Foe; পরবর্তীতে তিনি Foe এর পূর্বে 'De' যুক্ত করেন। তাঁর পিতা ছিলেন একজন সফল মোমবাতি নির্মাতা। শৈশবেই Defoe ইংল্যান্ডের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন - ১৬৬৫ সালের লন্ডনের মহামারি, ১৬৬৬ সালে লন্ডনের বৃহৎ অগ্নিকাণ্ড, ১৬৬৭ সালে টেমস নদী দিয়ে ডাচ বাহিনীর অতর্কিত আক্রমণ ইত্যাদি প্রত্যক্ষ করেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!