Edmund Spenser 1552 সালে লন্ডনে এক দর্জি পিতার গৃহে জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক ইংরেজি ছন্দের অন্যতম সেরা কারিগর হিসেবে বিবেচিত এবং তাঁকে প্রায়ই ইংরেজি ভাষার অন্যতম সেরা কবি হিসেবে গণ্য করা হয়। শৈশবেই তিনি ল্যাটিন, গ্রিক ও হিব্রু ভাষা অধ্যয়ন করেন এবং 1579 সালে তাঁর প্রথম উল্লেখযোগ্য সাহিত্যকর্ম The Shepheardes Calender প্রকাশিত হয়। তবে Spenser সবচেয়ে বেশি বিখ্যাত 1590 সালে প্রকাশিত The Faerie Queene নামক সুদীর্ঘ কবিতার জন্য। টিউডর রাজবংশ এবং ইংল্যান্ডের তৎকালীন রানি প্রথম এলিজাবেথের প্রশংসাসূচক এই কবিতাটি ছিলো মূলত একটি আদর্শ রূপক কবিতা যার নানা রকম অর্থ করা যায়। ইংরেজি কবিতায় তাঁর প্রভাব এতই বেশি যে তাঁর কাব্য রচনার বিশেষ ধারা Spenserian Stanza নামে পরিচিত হয়। তাঁর পরবর্তী অনেক প্রখ্যাত কবি, যেমন- John Milton, William Blake, William Wordsworth, John Keats, Lord Byron, Alfred Tennyson ইত্যাদি তাঁর দ্বারা অনুপ্রাণিত ও তাঁকে অনুসরণ করেছিলেন বলে Charles Lamb তাঁকে কবিদের কবি (Poet's poet/ The poet of the poets) আখ্যা দেন। এছাড়াও তিনি The Child of Renaissance and Reformation, Second Father of English Poetry, Court Poet, Divine Master ইত্যাদি উপাধিতে ভূষিত হয়েছিলেন। মাত্র ৪৬ বছর বয়সে তাঁর মৃত্যুর পর সেসময়ের প্রখ্যাত কবিরা তাঁর মৃতদেহ বহন করেন এবং Westminster Abbey তাঁকে সমাধিস্থ করা হয়। সে সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়, যখন উপস্থিত কবিরা অশ্রুসজল নয়নে তাঁর কবরে সম্মান দেখিয়ে অসংখ্য কলম ও কবিতা লেখা পাতা ছুঁড়তে থাকেন। তাঁর সমাধির উপর লেখা আছে: “HEARE LYES THE BODY OF EDMOND SPENCER THE PRINCE OF POETS".
Literary Works
- The Faerie Queene
- Complaints
- Amoretti
- Epithalamion
- Astrophel
- Daphnaida
- MA View of the Present State of Ireland
- The Shepheardes Calender